AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেল স্টারলিংক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৫৩ পিএম, ৬ এপ্রিল, ২০২৫
বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেল স্টারলিংক

বাংলাদেশের বাজারে ব্যবসা পরিচালনার জন্য অনুমোদন পেয়েছে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী আমেরিকান প্রতিষ্ঠান স্টারলিংক। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ২৯ মার্চ তারিখে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংককে এই অনুমোদন প্রদান করেছে।

রোববার (৬ এপ্রিল) রাজধানীর ইস্কাটনে অবস্থিত ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিডা’র নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন স্টারলিংককে দেশের বাজারে ব্যবসা করার অনুমোদন প্রদানের বিষয়টি জানান।

তিনি বলেন, ‘আমরা তাদের ৯০ দিনের মধ্যে কার্যক্রম পরিচালনার যে প্রতিশ্রুতি দিয়েছি, তার পরিপ্রেক্ষিতেই ২৯ মার্চ স্টারলিংককে অনুমোদন দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, বাংলাদেশের বাজারে বিদেশী মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানকে ব্যবসা করতে হলে অবশ্যই বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, সংক্ষেপে বিডা’র অনুমোদন ও নিবন্ধন পেতে হয়। স্টারলিংক দুটোই পেয়ে গেছে। ফলে বাংলাদেশের বাজারে স্টারলিংকের প্রবেশের পথ আরও প্রশস্থ হলো।

বাংলাদেশে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানের জন্য স্টারলিংককে বিডা’র কাছ থেকে আরও একটি লাইসেন্স নিতে হবে। বিডা’র নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন, নন–জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) লাইসেন্সের জন্য আজই আবেদন করার কথা স্টারলিংকের। বিডা’র কাছ থেকে এনজিএসও লাইসেন্সটি পেয়ে গেলে দেশের বাজারে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা চালু করতে আইনগত আর কোনো বাধা থাকবে না তাঁদের সামনে।

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!