AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিজিটাল সুরক্ষায় টিকটকের ফ্যামিলি পেয়ারিং এর নতুন ফিচার


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৭:০৮ পিএম, ৮ এপ্রিল, ২০২৫
ডিজিটাল সুরক্ষায় টিকটকের ফ্যামিলি পেয়ারিং এর নতুন ফিচার

বাংলাদেশে তরুণ ব্যবহারকারীদের ডিজিটাল নিরাপত্তা এবং সুস্থতা নিশ্চিত করতে "ফ্যামিলি পেয়ারিং" টুলে নতুন এবং উন্নত ফিচার চালু করেছে টিকটক। এই আপডেটের মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানের অনলাইন ব্যবহারের উপর আরও স্বচ্ছ ও কার্যকর নিয়ন্ত্রণ রাখতে পারবেন, এবং টিনএজাররা গড়ে তুলতে পারবে আরও স্বাস্থ্যকর ডিজিটাল অভ্যাস।

নতুন ফিচারের মধ্যে অন্যতম হলো “টাইম অ্যাওয়ে স্কেডিউলিং”, যার মাধ্যমে অভিভাবকরা নির্দিষ্ট সময়ের জন্য স্ক্রিন-বিহীন সময় নির্ধারণ করতে পারবেন— যেমন স্কুল চলাকালীন সময়, ঘুমানোর সময় কিংবা ছুটির দিন। যদিও টিনএজাররা অতিরিক্ত স্ক্রিন টাইমের জন্য অনুরোধ করতে পারবে, চূড়ান্ত সিদ্ধান্ত অভিভাবকদের হাতেই থাকবে।  

আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো, এখন অভিভাবকরা দেখতে পারবেন তাদের সন্তানের নেটওয়ার্ক অ্যাক্টিভিটি—যারা তাদের সন্তানকে ফলো করছে, যাদের তারা ফলো করছে এবং যেসব অ্যাকাউন্ট তারা ব্লক করেছে। এই ফিচারটি অনলাইন সম্পর্ক নিয়ে পরিবারের মধ্যে খোলামেলা আলোচনা উৎসাহিত করবে এবং অভিভাবকরা তাদের সন্তানের ডিজিটাল লিটারেসি দক্ষতা গড়ে তুলতে সহায়তা করতে পারবেন।    

খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে একটি নতুন “প্রোঅ্যাকটিভ রিপোর্টিং এলার্ট” ফিচার, যেখানে কিশোররা যদি কোনো ভিডিও রিপোর্ট করে, তাহলে তারা একই সঙ্গে অভিভাবক বা বিশ্বস্ত কোনো প্রাপ্তবয়স্ককে সেটি জানাতে পারবে, এমনকি তারা ফ্যামিলি পেয়ারিং ফিচার ব্যবহার না করলেও।
এর পাশাপাশি, টিকটক চালু করছে “উইন্ড-ডাউন” নামের একটি নতুন ফিচার, যা ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা হয়েছে। রাত ১০টার পর যদি কোনো টিনএজার  টিকটকে সক্রিয় থাকে, তবে পুরো স্ক্রিনে একটি রিমাইন্ডার শান্ত সুরের ভিডিও চলবে যা তাদের রিল্যাক্স করতে সহায়তা করবে এবং সময় সম্পর্কে সচেতন করে তুলবে। এরপরও যদি ব্যবহার  অব্যাহত থাকে, তাহলে আরও জোরালো রিমাইন্ডার দেখানো হবে। প্রাথমিকভাবে দেখা গেছে, বেশিরভাগ টিনএজার নিজেরাই এই ফিচারটি চালু রাখছেন—যা প্রমাণ করে এটি স্ক্রিন-টাইম ব্যবহারে ইতিবাচক প্রভাব ফেলছে। সামনে এই ফিচারে গাইডেড মেডিটেশন যুক্ত করার পরিকল্পনাও রয়েছে, যা ঘুমের মান উন্নয়নে সহায়ক হতে পারে।

টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, "টিকটক সব সময় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। ফ্যামিলি পেয়ারিং-এর এই নতুন আপডেটগুলোর মাধ্যমে গ্রাহকদের পরিবারের হাতে তুলে দিচ্ছি এমন সব টুল, যা ডিজিটাল জগতে টিনএজারদের স্বাস্থ্যকর অভ্যাস গড়তে সহায়তা করবে। নিরাপদ ও ইতিবাচক অনলাইন পরিবেশ নিশ্চিত করতে টিকটক সব সময় সচেষ্ট।"

ডিজিটাল নিরাপত্তা বৃদ্ধির অংশ হিসেবে, টিকটক টেলিফোনিকার সঙ্গে যৌথভাবে মোবাইল-ভিত্তিক বয়স যাচাইকরণ প্রযুক্তি নিয়ে কাজ করছে। এতে মোবাইল অপারেটরের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা যাবে। এছাড়াও, টিকটক “মাল্টি-স্টেকহোল্ডার ডায়ালগ অন এজ অ্যাসিউরেন্স”-এ অংশ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে কাজ করছে, যেমন সেন্টার ফর ইনফরমেশন পলিসি লিডারশিপ এবং উই প্রোটেক্ট গ্লােবাল অ্যালায়েন্স।

২০২৫ সালে টিকটক গ্লোবাল ইউথ কাউন্সিল আরও সম্প্রসারণ করতে যাচ্ছে। ২০২৩ সালে চালু হওয়া এই কাউন্সিল নিরাপত্তা, সুস্থতা এবং অন্তর্ভুক্তি বিষয়ক নীতিমালার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই সম্প্রসারণ টিকটকের তরুণদের অভিজ্ঞতা ও প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে প্ল্যাটফর্মটিকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি তুলে ধরে।
 

একুশে সংবাদ/এনএস

Link copied!