AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অ্যাপল ও মেটার বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
১০:৪৮ এএম, ২৪ এপ্রিল, ২০২৫

অ্যাপল ও মেটার বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন

আইফোন ও কম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপলকে ৫০০ মিলিয়ন ইউরো এবং ফেসবুকের মূল কোম্পানি মেটাকে ২০০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইইউর চলমান শুল্ক বিরোধের প্রেক্ষাপটে।

ইউরোপীয় কমিশন জানায়, ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) আইনের লঙ্ঘনের অভিযোগে এই জরিমানা করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) ব্রাসেলসে এক বিবৃতিতে কমিশন জানায়, প্রথমবারের মতো এই আইনের আওতায় অ্যাপল ও মেটার মতো বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে এত বড় অর্থদণ্ড আরোপ করা হলো। ইতোমধ্যে ইউরোপের গণমাধ্যমগুলো এই সিদ্ধান্তকে গুরুত্বসহকারে প্রচার করছে।

কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এই পদক্ষেপ নেওয়া হয়েছে মূলত ইন্টারনেটভিত্তিক প্রতিযোগিতা রক্ষা ও ইউরোপীয় ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে।
অ্যাপলকে তাদের অ্যাপ স্টোরের কঠোর নীতিমালার জন্য দায়ী করা হয়েছে, যা প্রতিযোগিতাকে বাধাগ্রস্ত করছে। অন্যদিকে, মেটা তাদের ফেসবুক ও ইনস্টাগ্রামে সাবস্ক্রিপশন চালু করে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা ও স্বাধীনতা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করা হয়েছে।

ডিএমএ আইনটি প্রণীত হয়েছিল ২০২২ সালে, যাতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বাজারে একচেটিয়া প্রভাব বিস্তার থেকে বিরত রাখা যায়।
এই আইন অনুযায়ী, কোনো কোম্পানি এর শর্ত ভাঙলে বার্ষিক আয়ের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করা যেতে পারে। ট্রাম্প ইতোমধ্যে ইইউর এসব নীতিকে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে সমালোচনা করেছেন।

জরিমানার বিষয়ে অ্যাপল ও মেটা উভয়ই ইইউর সিদ্ধান্তের বিরোধিতা করেছে।অ্যাপলের কুপারটিনো সদর দপ্তর থেকে জানানো হয়েছে, তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। মেটা বলেছে, এই জরিমানা তাদের ব্যবসায়িক মডেলে হস্তক্ষেপ করছে এবং প্রতিষ্ঠানটিকে বাধ্যতামূলকভাবে পরিবর্তনের দিকে ঠেলে দিচ্ছে।

 


একুশে সংবাদ// আ.ট//এ.জে

Shwapno
Link copied!