AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আল্ট্রা স্লিম ডিজাইনের ভিভো ভি৫০ লাইটের প্রি-অর্ডার শুরু


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
১১:৩৮ এএম, ২৪ এপ্রিল, ২০২৫

আল্ট্রা স্লিম ডিজাইনের ভিভো ভি৫০ লাইটের প্রি-অর্ডার শুরু

শুরু হয়ে গেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর নতুন ফোন ভিভো ভি৫০ লাইটের প্রি-অর্ডার। আল্ট্রা স্লিম ডিজাইন, শক্তিশালী ব্লু-ভোল্ট ব্যাটারি, টেকসই গঠন আর প্রফেশনাল ক্যামেরা – সব মিলিয়ে স্মার্টফোন জগতে এক নতুন স্ট্যান্ডার্ড তৈরি করছে ভিভো। ২৩ এপ্রিলের মাঝে ফোনটি প্রি-অর্ডার করলেই পাওয়া যাচ্ছে নিশ্চিত উপহার।

ব্লু-ভোল্ট ব্যাটারিতে এক চার্জেই সারাদিন

নতুন ভিভো ভি৫০ লাইট ব্যবহারে হবে চার্জ নিয়ে চিন্তা কম, কাজের সময় পাওয়া যাবে বেশি। কেননা এতে থাকছে ৬৫০০ এমএএইচ এর শক্তিশালী ব্লু-ভোল্ট ব্যাটারি, যা একবার চার্জ দিলেই চলবে সারাদিন। ফোনটিতে থাকছে ৯০ ওয়াটের ফ্ল্যাশচার্জিং এবং রিভার্স চার্জিংয়ের সুবিধা। তাই থাকবে না পাওয়ার-ব্যাংক বহন করার ঝামেলা। ৫ বছর পরেও ফোনটিতে থাকবে ৮০% ব্যাটারি সক্ষমতা, যা দৈনন্দিন ব্যবহারে নিশ্চিত করে দীর্ঘস্থায়ী নির্ভরযোগ্যতা।

আল্ট্রা স্লিম ডিজাইনের সাথে রঙেও নান্দনিকতা

শক্তিশালী ৬৫০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি থাকা সত্ত্বেও আল্ট্রা স্লিম ডিজাইন বজায় রাখতে সক্ষম ভিভো ভি৫০ লাইট। মাত্র ৭.৭৯ মিমি পুরুত্বের ফোনটির ওজন মাত্র ১৯৬ গ্রাম। ফলে এটি দেখতেও স্টাইলিশ, ব্যবহারেও আরামদায়ক। দুটি ট্রেন্ডি কালারে পাওয়া যাচ্ছে ফোনটি। একটি হচ্ছে মরুভূমির গোধূলির আলো থেকে অনুপ্রাণিত – টাইটেনিয়াম গোল্ড এবং অন্যটি হচ্ছে ফ্যান্টম ব্ল্যাক।

চোখের যত্নে নির্মিত দৃষ্টিনন্দন ডিসপ্লে

একটি চমৎকার ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সের জন্য পার্ফেক্টভাবে তৈরী করা হয়েছে ফোনটির ডিসপ্লে। ৬.৭৭ ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে এবং পাঞ্চ হোল ডিজাইনের কারণে ফোনটি দেখতে আরও সুন্দর। হাই-গ্লস ফিনিশড মেটাল ফ্রেমের স্মার্টফোনটিতে রয়েছে অত্যন্ত সরু বেজেল- এর ৬.৭৭ ইঞ্চির এফএইচডি এবং ২.৫ডি পো-লেড স্ক্রিন। চোখের সুরক্ষা দিতে আছে এসজিএস লো লাইট সার্টিফিকেশন আর ব্লু লাইট ফিল্টার। আলট্রা ক্লিয়ার সানলাইট ডিসপ্লে সহ আছে ১২০ হার্জ আল্ট্রা ভিশন রিফ্রেশ রেট। তাই কোনো অস্বস্তি ছাড়াই ব্যবহার করা যাবে দীর্ঘ সময় পর্যন্ত।  

ইনহ্যান্সড পারফরম্যান্স, এক্সট্রা ডিউরেবিলিটি

ভিভো ভি৫০ লাইটে প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন ৬৮৫, যা দিবে প্রতিদিনের ব্যবহারে স্মুথ এক্সপেরিয়েন্স। টেকসই হওয়ার নিশ্চয়তা দিতে এতে আছে মিলিটারি-গ্রেড সুরক্ষা আর ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স, যা ফোনটিকে করে আরও টেকসই। ধুলোবালি ও পানি থেকে সুরক্ষা নিশ্চিত করতে রয়েছে আইপি৬৫ সার্টিফিকেশন।

দুর্দান্ত ক্যামেরা এক্সপেরিয়েন্স ভিভো ভি৫০ লাইটে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৮৮২ সেন্সর এবং অরা লাইট, যা স্বয়ংক্রিয়ভাবে আলো ব্যালেন্স করে ছবিগুলোকে আরও প্রফেশনাল ও বিস্তারিতভাবে ফুটিয়ে তোলে। ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় সেলফি হবে প্রাণবন্ত এবং দ্বিগুণ জুম সুবিধার সাথে পাওয়া যাবে নিখুঁত ছবি।

ভিভো ভি৫০ লাইট ফোনটি প্রি-অর্ডার করলেই আপনি পেয়ে যাবেন ৩,৫০০ টাকা মূল্যের একটি এক্সক্লুসিভ গিফট প্যাক, যেখানে থাকছে রিরো এল১৮ টিডব্লিউএস, রিরো প্রিমিয়াম গ্লাস এবং একটি পোস্টকার্ড। এছাড়াও প্রি-অর্ডারকারী গ্রাহকরা উপভোগ করতে পারবেন ১৮০ দিনের জন্য ফ্রি ডিসপ্লে রিপ্লেসমেন্ট সুবিধা।

আকর্ষণীয় নতুন এ ফোনটি পাওয়া যাচ্ছে দুটি ভিন্ন স্টোরেজ ভ্যারিয়েন্টে—৮ জিবি+৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম সহ ১২৮ জিবি স্টোরেজের মূল্য ২৯,৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৩২,৯৯৯ টাকা। ভিভোর অফিসিয়াল ই-স্টোর অথবা যেকোনো অথরাইজড শপে স্মার্টফোনটির প্রি-অর্ডার করতে পারবেন ক্রেতারা।

 


একুশে সংবাদ/এস.কে//এ.জে

Shwapno
Link copied!