AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টানা দ্বিতীয়বারের মতো গুগলের ‘ইনডিপেন্ডেন্ট সিকিউরিটি রিভিউ’ ব্যাজ পেলো ইমো


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৮:৫৫ পিএম, ২৮ এপ্রিল, ২০২৫

টানা দ্বিতীয়বারের মতো গুগলের ‘ইনডিপেন্ডেন্ট সিকিউরিটি রিভিউ’ ব্যাজ পেলো ইমো

সম্প্রতি টানা দ্বিতীয়বারের মতো গুগল প্লে’তে ‘ইনডিপেন্ডেন্ট সিকিউরিটি রিভিউ’ ব্যাজ অর্জন করলো ইমো। ব্যবহারকারীদের নিরাপত্তা ও তথ্য গোপনীয়তার প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে এ স্বীকৃতি পেলো প্ল্যাটফর্মটি। এই স্বীকৃতি গুগলের মোবাইল অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যাসেসমেন্ট (এমএএসএ) ফ্রেমওয়ার্কের অংশ, যা এখন অ্যাপ ডিফেন্স অ্যালায়েন্স মোবাইল প্রোফাইল সার্টিফিকেশন প্রোগ্রাম নামে পরিচিত। অ্যান্ড্রয়েড অ্যাপগুলোর মধ্যে নিরাপত্তা ও গোপনীয়তার স্বচ্ছতার ক্ষেত্রে উচ্চমান নির্দেশ করে এই প্রোগ্রাম। গুগলের এই নিরাপত্তা ব্যাজটি প্রমাণ করে যে, মোবাইল নিরাপত্তা ও গোপনীয়তার ক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস নিশ্চিত করছে ইমো।
উল্লেখ্য, ইমো মূলধারার একমাত্র ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ যারা এই ব্যাজ অর্জন করেছে। এটি গুগল প্লে তালিকার ডেটা সেইফটি সেকশনে সুস্পষ্টভাবে দেখা যায়। এই ব্যাজ প্রমাণ করে যে, ইমো তৃতীয় একটি পক্ষের মাধ্যমে কঠোর নিরাপত্তা পর্যালোচনার মধ্য দিয়ে গেছে; যা গুগল অনুমোদিত ল্যাব পার্টনার লেভিয়াথান সিকিউরিটি গ্রুপ পরিচালনা করেছে এবং প্রোগ্রামটির প্রয়োজনীয় গোপনীয়তা ও নিরাপত্তার ক্ষেত্রে বৈশ্বিক মানদণ্ড পূরণ করেছে।
এই প্রোগ্রামে ব্যবহারকারীর তথ্য (ডেটা) সুরক্ষিত রাখা, অ্যাপের স্বচ্ছতা নিশ্চিত করা এবং গোপনীয়তা সংক্রান্ত বিষয়গুলো আরও উন্নত করার ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে, এই খাতের সেরা অনুশীলনগুলোর সাথে সামঞ্জস্য রেখে ইমো ব্যবহারকারীদের সুরক্ষার জন্য অত্যাধুনিক ও শক্তিশালী ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে। ব্যবহারকারীর ডিভাইসে সকল সংবেদনশীল তথ্য যেন নিরাপদে সংরক্ষণ করার সুযোগ থাকে সেটি নিশ্চিত করে ইমো; পাশাপাশি গোপনীয়তা নিশ্চিত করতে ইমো ব্যবহারকারীদের নিজেদের ব্যক্তিগত তথ্যের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রদান করে। এ সংক্রান্ত যেকোনো প্রযুক্তিগত সহায়তার জন্য ব্যবহারকারীরা গুগল প্লে’তে নিরাপত্তা ব্যাজের অধীনে “আরও জানুন” অপশনে ট্যাপ করতে পারেন। এটি ব্যবহারকারীদের অ্যাপ ডাউনলোড করার সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে এবং এই স্বীকৃত অ্যাপগুলোর ওপর তাদের আস্থা বাড়াতে সহায়তা করবে। 
নিরাপত্তা ও গোপনীয়তার ক্ষেত্রে সর্বোচ্চ মান বজায় রাখতে বদ্ধপরিকর ইমো। ফলে, ইমো এর ব্যবহারকারীদের জন্য বিভিন্ন নিরাপত্তা ও গোপনীয়তা সংশ্লিষ্ট ফিচার চালু করেছে। এর মধ্যে কল ও চ্যাট চলাকালীন স্ক্রিনশট ব্লক করা, এন্ড-টু-এন্ড এনক্রিপশন, গোপনীয়তা বজায় রেখে চ্যাট (প্রাইভেসি চ্যাট), প্রাইভেসি মোড, দুই-ধাপে যাচাইকরণ এবং ম্যানেজ ডিভাইস ফিচার অন্যতম। এসব ফিচার ব্যবহারকারীদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং ডিজিটাল গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে। 
ইন্টারনেট ব্যবহারকারীরা নানান ঝুঁকির সম্মুখীন হতে পারে। ফলে, অনলাইনে সুরক্ষা ও গোপনীয়তা ক্রমশ উদ্বেগের বিষয় হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে গুগলের নিরাপত্তা মূল্যায়ন প্রোগ্রামের অধীনে ইমো’র এই স্বীকৃতি এর ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ, ব্যক্তিগত ও সহজে ব্যবহারযোগ্য যোগাযোগ অভিজ্ঞতা প্রদানের প্রতি এই প্লাটফর্মের প্রতিশ্রুতির প্রতিফলন।

 

একুশে সংবাদ//এস.কে//এ.জে

Shwapno
Link copied!