কেনিয়ার রাজধানী নাইরোবির একটি বস্তির ময়লার স্তূপ থেকে আট নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার কেনিয়ার ভারপ্রাপ্ত পুলিশপ্রধান ডগলাস কানজা এ তথ্য জানান। ডগলাস কানজা এক সংবাদ সম্মেলনে বলেন, মরদেহগুলো টুকরা করে বস্তায় ভরে এখানে ফেলে গেছে। মরদেহগুলো অনেকটাই পচে গেছে। রোমহর্ষক এ ঘটনার তদন্ত চলছে বলেও তিনি জানান।
কানজা বলেন, শুক্রবার ছয়জনের মরদেহ পাওয়া যায়। আর অন্য দুজনের মরদেহের বিভিন্ন অংশ পাওয়া যায় শনিবার। ভারপ্রাপ্ত এই পুলিশপ্রধান বলেন, ‘আমি জনগণকে আশ্বস্ত করতে চাই, আমরা দ্রুততার সঙ্গে স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। অপরাধীদের বিচারের আওতায় আনতে কানজা জনগণের সহায়তা চেয়েছেন। গত মাসে সরকারবিরোধী বিক্ষোভের সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় দেশটিতে ব্যাপক জনরোষ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে জাতীয় পুলিশপ্রধান জাফেট কুমের পদত্যাগ করলে চলতি সপ্তাহে কানজা এই পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নেন।
একুশে সংবাদ/প্র.আ/হা.কা
আপনার মতামত লিখুন :