কোটা সংস্কার ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৮ জুলাই) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে এই নিন্দা জানান মুখপাত্র ম্যাথিউ মিলার।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো ধরনের প্রতিবাদ ও বিক্ষোভ শান্তিপূর্ণ হওয়া উচিৎ। শান্তিপূর্ণ প্রতিবাদে যেকোনো ধরনের সহিংসতার নিন্দা জানাই আমরা। সার্বিক পরিস্থিতি যুক্তরাষ্ট্র গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র আরও বলেন, বিক্ষোভে বেশ কয়েকজন নিহত হয়েছেন। আমরা আরও একবার বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো, শান্তিপূর্ণ প্রতিবাদের ক্ষেত্রে মানুষের অধিকার যেন সমুন্নত রাখা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :