AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি ফিলিস্তিনি যোদ্ধারা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:১৮ এএম, ৩০ মার্চ, ২০২৫
গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি ফিলিস্তিনি যোদ্ধারা

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে সম্মতি জানিয়েছে। দুই দিন আগে সংগঠনটি মিশর ও কাতারের মধ্যস্থতায় পাওয়া একটি নতুন প্রস্তাব গ্রহণ করেছে।

শনিবার (২৯ মার্চ) এক টেলিভিশন ভাষণে বিষয়টি নিশ্চিত করেছেন হামাসের সিনিয়র নেতা খলিল আল-হায়া। (সূত্র: রয়টার্স)

হামাসের অবস্থান
খলিল আল-হায়া বলেন, “দুই দিন আগে আমরা মিশর ও কাতারের পক্ষ থেকে একটি নতুন প্রস্তাব পেয়েছি এবং আমরা এটি ইতিবাচকভাবে গ্রহণ করেছি।”
তিনি আরও বলেন, “আমরা আশা করি, ইসরায়েল এই প্রস্তাব প্রত্যাখ্যান করবে না।”

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকেই যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন তিনি।

ইসরায়েলের প্রতিক্রিয়া
একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে মিশর ইতিবাচক সাড়া পেয়েছে।নতুন চুক্তির আওতায় হামাস প্রতি সপ্তাহে পাঁচজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে।

ইসরায়েলের আনুষ্ঠানিক মন্তব্য
ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে,তারা মধ্যস্থতাকারীদের কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে পাল্টা একটি প্রস্তাব পাঠিয়েছে।

রয়টার্সের পক্ষ থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ//চ.ট/এ.জে

Link copied!