চীনা ‘গোয়েন্দা’ বেলুন শনাক্ত ও তা ধ্বংস করা নিয়ে উত্তেজনার রেশ না কাটতেই এবার আমেরিকার আকাশে রহস্যজনক বস্তুর দেখা মিলল। পরে সেটিও যুদ্ধবিমান পাঠিয়ে ধ্বংসও করা হয়েছে। যদিও রহস্যজনক সেই বস্তুটি কী ছিল, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করে জানায়নি মার্কিন প্রশাসন।
হোয়াইট হাউস জানিয়েছে, শুক্রবার আমেরিকার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলাস্কা অঙ্গরাজ্যের কানাডা সীমান্তবর্তী এলাকায় আকাশে ওই বস্তুকে উড়তে দেখা যায়। আকাশে সেটি অনেক ওপর দিয়ে উড়ছিল।
এ বিষয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ‘আলাস্কার আকাশে শনাক্ত করা উড়ন্ত বস্তুটি আসলে কী ছিল, সেটা এখনও জানা যায়নি। সেটার উদ্দেশ্য ও কোথা থেকে এসেছে—এসব প্রশ্নের উত্তরও অজানা। জন কিরবি আরও জানান, ওই বস্তু ৪০ হাজার ফুট ওপর দিয়ে উড়ছিল। তাই উড়োজাহাজ চলাচলে ঝুঁকি বিবেচনায় সেটিকে ভূপাতিত করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন সামরিক বাহিনীকে বস্তুটি ধ্বংস করার নির্দেশ দেন। এরপরই যুদ্ধবিমান পাঠিয়ে সেটিকে ভূপাতিত করা হয়।’
মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার জানান, ‘প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশ পাওয়ার পর আলাস্কার আকাশে এফ-২২ র্যাপ্টর যুদ্ধবিমান ওড়ানো হয়। পরে সেটি এআইএম-৯এক্স ক্ষেপণাস্ত্র ছুড়ে রহস্যজনক বস্তুটি ধ্বংস করে।’
তিনি আরও জানান, ‘এই একই যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চীনা গোয়েন্দা বেলুনটিও ধ্বংস করা হয়।’
সম্প্রতি চীনের ‘গোয়েন্দা বেলুন’ নিয়ে ব্যাপক হইচই পড়ে বিশ্বব্যাপী। আমেরিকার দাবি, চীনের সেই ‘গোয়েন্দা বেলুন’ তাদের আকাশে উড়ছে। অবশ্য চীন জানায়, সেটি গোয়েন্দা বেলুন নয়, বরং তা আবহাওয়া ডিভাইস। বাতাসের তোড়ে দিক হারিয়ে আমেরিকার আকাশে চলে গিয়েছে। পরে বেলুনটি আমেরিকার আকাশসীমায় ধ্বংস করা হয়। সূত্র: রয়টার্স, সিএনএন, বিবিসি, নিউ ইয়র্ক টাইমস।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :