AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রমজানে কমছে কর্মঘণ্টা, ঈদের ছুটি ৮ দিন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:২৪ পিএম, ৮ মার্চ, ২০২৩
রমজানে কমছে কর্মঘণ্টা, ঈদের ছুটি ৮ দিন

রমজান মাসে মুসল্লিদের রোজা রাখার সুবিধার্থে সৌদি আরব সরকার ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি, আধাসরকারি ও বেসরকারি সব অফিসের কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে।

 

মঙ্গলবার (৭ মার্চ) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল আরবিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

 

প্রতিবেদনে বলা হয়, রমজানে ব্যাংক ও অন্য আর্থিক প্রতিষ্ঠানে কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সামা। এছাড়া গত বছর সৌদির মানবসম্পদ মন্ত্রণালয় রমজানে সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মঘণ্টা কমানোর যে নির্দেশনা দিয়েছিল, এ বছরও তা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে এক লিখিত ঘোষণায়।  সেই সাথে চলতি বছর পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার জন্য আট দিন করে ছুটি ঘোষণা দেয়া হয়েছে। 

 

সৌদির কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা অনুযায়ী, রমজান মাসে ব্যাংককর্মীদের কর্মঘণ্টা ১ ঘণ্টা করে কমানো হয়েছে। এতে করে তাদের সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস করতে হবে। 

 

এদিকে গত বছর রমজান মাসে সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয় সব সরকারি, আধাসরকারি ও বেসরকারি অফিসের কর্মঘণ্টা সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্দিষ্ট করা হয়েছিল। চলতি বছরও একই নির্দেশনা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। 

 

দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সৌদি আরবে ১৮ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। আর ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৩ জুন থেকে ১ জুলাই পর্যন্ত চলবে।

 

একুশে সংবাদ.কম/স.ট.প্র/জাহাঙ্গীর

Link copied!