ইউক্রেনকে যুদ্ধবিমান দিচ্ছে ইউরোপ। ইতোমধ্যে যুদ্ধবিমান দেয়ার ঘোষণা দিয়েছে পোল্যান্ড। এবার ঘোষণা এলো স্লোভাকিয়া থেকে। কিয়েভকে বেশ কয়েকটি মিগ-২৯ যুদ্ধবিমান পাঠানোর অনুমতি দিয়েছে দেশটির সরকার।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই ন্যাটো জোটভুক্ত দেশগুলোর কাছে যুদ্ধবিমান সরবরাহের অনুরোধ জানিয়ে আসছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অত্যাধুনিক ট্যাংক ও যুদ্ধাস্ত্র সরবরাহ এলেও যুদ্ধবিমানের বিষয়টি বরাবরই এড়িয়ে এসেছে পশ্চিমা দেশগুলো।
তবে প্রথম দেশ হিসেবে ইউক্রেনকে মিগ-২৯ যুদ্ধবিমান সরবরাহ করার পরিকল্পনা জানায় পোল্যান্ড। বৃহস্পতিবার (১৬ মার্চ) সেই পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেন দেশটির প্রেসিডেন্ট।
সিএনএনের প্রতিবেদন মতে, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা জানান, পোল্যান্ড আগামী কিছু দিনের মধ্যে সোভিয়েত-নির্মিত চারটি মিগ-২৯ যুদ্ধবিমান ইউক্রেনের কাছে হস্তান্তর করবে। বাকি যুদ্ধবিমানগুলোর অবস্থা পরীক্ষার করা দরকার জানিয়ে তিনি বলেন, পরীক্ষার পর বাকি যুদ্ধবিমানগুলো হস্তান্তর করা হবে।
একদিন পরই দ্বিতীয় দেশ হিসেবে যুদ্ধবিমান দেয়ার ঘোষণা দিল ইউরোপের আরেক দেশ স্লোভাকিয়া। শুক্রবার (১৭ মার্চ) স্লোভাক প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার এ ঘোষণা দেন। স্লোভাকিয়ার বিমানবাহিনীর বহরে কয়েক ডজন মিগ-২৯ যুদ্ধবিমান রয়েছে। এর মধ্যে গত বছর ১১টি যুদ্ধবিমান বাতিল ঘোষণা করা হয়েছে।
যে যুদ্ধবিমানগুলো এখনও সক্রিয় আছে সেগুলোই ইউক্রেনে পাঠানো হবে। যুদ্ধবিমান ছাড়াও কয়েকটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও সরবরাহ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী হেগার।
একুশে সংবাদ.কম/স.ট.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :