পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাসহ বিশ্বের ১০টি ভাষায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদ। ইসলামের সুমহান বার্তা সারা বিশ্বে পৌঁছে দিতে প্রায় নিয়মিত এ উদ্যোগ নেয়া হয়।
রমজানবিষয়ক এসব অনুষ্ঠান এবারও ডিজিটাল প্লাটফর্ম ও এফএম রেডিওতে সরাসরি সম্প্রচার করা হবে জানিয়েছেন পরিষদের ভাষা ও অনুবাদ বিভাগের আন্ডার সেক্রেটারি আহমেদ বিন আবদুল আজিজ আল-হামিদি।
জেনারেল প্রেসিডেন্সির এ কর্মকর্তা জানিয়েছেন, পবিত্র রমজান মাসের প্রতিদিন ২০ মিনিট করে একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। ধারাবাহিক এ অনুষ্ঠান বিশ্বের ১০টি ভাষায় অনুবাদ করে এফএম রেডিও ও জেনারেল প্রেসিডেন্সির ডিজিটাল প্লাটফর্ম মানারাতুল হারামাইন থেকে সম্প্রচার করা হবে।
আহমেদ বিন আবদুল আজিজ আরও জানান, বিশ্বের অনারব মুসলিমদের কাছে হারামাইনের বার্তা পৌঁছে দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। মূলত তারা আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে মুসলিমদের ধর্মীয় জ্ঞানকে সমৃদ্ধ করা এবং ইসলামবিষয়ক আলোচনা প্রচার করতে চান।
যেসব ভাষায় আলোচনা অনুবাদ সম্প্রচার করা হবে তা হলো- ইংরেজি, ফরাসি, উর্দু, ফারসি, মালয়, তুর্কি, চায়নিজ, বাংলা, হাউসা ও রুশ। তাছাড়া প্রতি শুক্রবার জুমার খুতবা এবং হজের সময় আরাফা প্রাঙ্গণে খুতবাও এসব ভাষায় অনুবাদ করে সরাসরি সম্প্রচার করা হয়। শ্রবণপ্রতিবন্ধীদের জন্যও ইশারা ভাষায় অনুবাদের ব্যবস্থা রয়েছে।
একুশে সংবাদ.কম/স.ট.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :