নাইজেরিয়ার বেনু রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৭৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। চলতি সপ্তাহেই এতজন লোককে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর আল জাজিরার
গত কয়েক বছর ধরে অঞ্চলটিতে সহিংসতা বৃদ্ধি চোখে পড়ার মতো। বেনু রাজ্যের পুলিশের মুখপাত্র ক্যাথরিন অ্যানেন বলেন, শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যা থেকে শনিবার সকালে এমগবান স্থানীয় সরকার এলাকায় একটি শিবিরে ২৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
কী কারণে তাদের ওপর হামলা চালানো হয়েছিল, তাৎক্ষণিকভাবে এর কারণ স্পষ্ট নয়।প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারীরা এসে গুলি চালাতে শুরু করলে বেশ কয়েকজন ঘটনাস্থলে প্রাণ হারান।
বুধবারও হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে বেনু রাজ্যের গভর্নরের নিরাপত্তা উপদেষ্টা পল হেম্বা জানান, বুধবারের হামলার পর ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ হত্যাকাণ্ডে শনিবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে নিন্দা জানিয়ে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি বলেন, উমোগিদি সম্প্রদায়ের বেশ কয়েকজন নিহত হন।
হামলার শিকার এলাকাগুলোতে নজরদারি জোরদার করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।
বেনু রাজ্যে মুসলিম ও খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজনের বসবাস। নাইজেরিয়ায় কয়েকটি সশস্ত্র জঙ্গিগোষ্ঠী রয়েছে। এদের মধ্যে আইএস ও বোকো হারামের তৎপরতা চোখে পড়ার মতো। প্রায়ই নারীদের অপহরণ, লুটপাট, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, বোমা হামলার সঙ্গে জড়িতের প্রমাণ মিলে তাদের বিরুদ্ধে।
একুশে সংবাদ.কম/ঢ.প.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :