AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতে প্রচণ্ড গরমে ১১ জনের মৃত্যু


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:৫০ পিএম, ১৭ এপ্রিল, ২০২৩
ভারতে প্রচণ্ড গরমে ১১ জনের মৃত্যু

ভারতের মুম্বাইতে খোলা আকাশের নিচে সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হাজার হাজার মানুষ অংশ নেয়। কিন্তু রোদের প্রচণ্ড তাপে আংশ নেওয়া মানুষদের মধ্যে ১১ জনের হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থও হয়ে পড়েছেন আরও অনেকে। অসুস্থদের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এনডিটিভির

 

রোববার (১৬ এপ্রিল) মহারাষ্ট্রের নভি মুম্বাইয়ের খারঘরে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এঘটনা ঘটে।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সব কিছুর আয়োজন থাকলেও হাজার হাজার মানুষের মাথার ওপরে কোনো ছাউনির ব্যবস্থা ছিল না।

 

মহারাষ্ট্রের এক সমাজকর্মীকে পুরস্কৃত করার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিসও উপস্থিত ছিলেন।

 

গতকাল মুম্বাইয়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এক ঘোষণায় জানান, অনুষ্ঠানে যোগ দিতে এসে হিট স্ট্রোকে যাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

 

এছাড়া অসুস্থদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

একুশে সংবাদ.কম/চ.ট.প্র/জা.হা

Link copied!