মোদী পদবি নিয়ে মন্তব্যের জেরে মামলায় সাজার রায় স্থগিত রাখতে ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) গুজরাটের সুরাট জেলা আদালত এ আদেশ দেন।
রাহুলের সাজা স্থগিতের আবেদন খারিজ হওয়া মানে আপাতত তিনি সংসদ সদস্য পদে পুনর্বহাল হতে পারবে না।
এর আগে, মানহানি ওই মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দুই বছরের সাজা দিয়েছিলেন আদালত। পরে সেই রায়কে চ্যালেঞ্জ করে সাজার স্থগিতের আবেদন করেন তিনি।
উল্লেখ্য, ২০১৯ সালে মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। তিনি বলেছিলেন, সকল চোরের পদবিই মোদি হয় কেন? তা সে নীরব মোদিই হোক বা ললিত মোদি কিংবা নরেন্দ্র মোদি। তার এই মন্তব্যের পর বিজেপি নেতা পূর্ণেশ মোদি মানহানির মামলা দায়ের করেন।
গত ২৩ মার্চ ওই মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদণ্ড দেন আদালত। সাজা হওয়ার পরদিনই রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ খারিজ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
একুশে সংবাদ.কম/আ.ট.প্র/জা.হা
আপনার মতামত লিখুন :