সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে একটি স্কুলে এলোপাতাড়ি গুলিবর্ষণে ৮ শিক্ষার্থী ও এক নিরাপত্তা রক্ষী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় ছয় শিক্ষার্থী ও এক শিক্ষককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর: বিবিসি’র।
বুধবার (৩ এপ্রিল) স্থানীয় সময় সকালের দিকে এই হামলা হয়।
এই হামলায় জড়িত সন্দেহে বেলগ্রেডের কেন্দ্রস্থলের ভ্লাদিস্লাভ রিবনিকার স্কুলের ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশের ধারণা, ওই শিশু তার বাবার অস্ত্র নিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
কেন এই ঘটনা, তার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানায়, “ঘটনায় পর তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে সব টহলদলকে পাঠায় এবং সন্দেহভাজন এক অপ্রাপ্তবয়স্ক, সপ্তম শ্রেণিতে পড়া এক কিশোরকে গ্রেপ্তার করে, ওই কিশোর তার বাবার বন্দুক ব্যবহার করে শিক্ষার্থী ও স্কুলের নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
একুশে সংবাদ/স.ল.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :