অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। এ সময় আহত হয়েছেন কমপক্ষে আরও চারজন।
বৃহস্পতিবার (৪ মে) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ‘তিনজনের মধ্যে দুজনের দেহ গুলিতে ক্ষতবিক্ষত হয়ে গেছে। এ কারণে তাদের শনাক্ত করার বিষয়টি কঠিন হয়ে গেছে।’
ইসরায়েলের সেনাবাহিনী ও গোয়েন্দাদের দাবি, নিহতরা গত ৭ এপ্রিল এক ব্রিটিশ-ইসরায়েলি মা ও তার দুই মেয়েকে গুলি করে হত্যা সঙ্গে জড়িত। ওই সময় পবিত্র আল-আকসা মসজিদের ভেতর ফিলিস্তিনি মুসল্লিদের সঙ্গে ইসরায়েলি দখলদার বাহিনীর সংঘর্ষ হয়েছিল। এর জেরে ইসরায়েলিদের ওপর হামলার ঘটনা ঘটে।
ইসরাইলি সেনাবাহিনী তিন ফিলিস্তিনিকে হত্যার ব্যাপারে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে নাবলুসে অভিযানে যায় তারা। সেখানে এ তিনজনের সঙ্গে প্রচণ্ড গোলাগুলি হয়। তারা জানিয়েছে, নিহতরা হলেন হাসান কাতনানি, মোয়াজ মারসি এবং ইব্রাহিম হুরা।
গত ৭ এপ্রিল পশ্চিম তীরে বন্দুকধারীর গুলিতে মা-মেয়েসহ তিনজন নিহত হন। ওই সময় পবিত্র আল-আকসা মসজিদের ভেতর ফিলিস্তিনি মুসল্লিদের সঙ্গে ইসরাইলি দখলদার বাহিনীর সংঘর্ষ হয়েছিল। এর জেরে পশ্চিম তীরে দুপক্ষের উত্তেজনা বাড়তে থাকে।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :