মিয়ানামার ও বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় মোখা। এর তাণ্ডব থেকে বাঁচতে মিয়ানমারে বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন হাজার হাজার মানুষ।
দেশটির সংবাদমাধ্যম `মিয়ানমার নাও’য়ের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত বঙ্গোপসাগর উপকূলবর্তী আয়রাবতী অঞ্চলের লাবুত্তা ও মায়াউংমায়া শহর থেকে আশ্রয়কেন্দ্রের উদ্দেশে বাড়িঘর ছেড়েছে এমন মানুষের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার (৯ মে) থেকেই মিয়ানমারের উপকূলীয় বিভিন্ন শহর ও গ্রাম থেকে অপেক্ষাকৃত উঁচু এলাকায় আশ্রয় নিতে আসছেন স্থানীয় বাসিন্দারা।
পুরো মিয়ানমার জুড়ে এই অবস্থা পরিলক্ষিত হলেও পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাখাইন এবং তার সংলগ্ন আয়রাবতী অঞ্চলের বাসিন্দাদের আশ্রয় নেওয়ার হার সবচেয়ে বেশি দেখা গেছে।
তবে সেনা নিয়ন্ত্রিত দেশটিতে বর্তমানে কত সংখ্যক মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছেন, তার ধারণা এখনও পাওয়া যায়নি।
দেশটির উপকূলীয় অঞ্চলগুলোতে আশ্রয়কেন্দ্রের সংখ্যা প্রয়োজনের তুলনায় বেশ কম। তাই বাড়িঘর ছেড়ে আসা মানুষের অনেকেই আশ্রয় নিয়েছেন শহরের বিভিন্ন স্কুল, বৌদ্ধ মঠ ও আত্মীয়দের বাড়িতে।
একুশে সংবাদ/ব.ন.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :