AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদি প্রবাসীরা হজের মৌসুমে খণ্ডকালীন কাজের সুযোগ পাবেন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:৩৬ পিএম, ১৭ মে, ২০২৩
সৌদি প্রবাসীরা হজের মৌসুমে খণ্ডকালীন কাজের সুযোগ পাবেন

আসন্ন হজের মৌসুমে হাজিদের সহায়তায় এবার খণ্ডকালীন কাজের সুযোগ পাবেন সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা। এ ক্ষেত্রে এসব প্রবাসীদের তাদের স্থানীয় নিয়োগ কর্তার কাছ থেকে অনুমতি নিতে হবে।

 

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, যেসব হজ এজেন্সি হাজিদের আনা-নেয়া, থাকা-খাওয়াসহ অন্যান্য ব্যবস্থা করে থাকে সেসব এজেন্সি অস্থায়ীভাবে প্রবাসীদের নিয়োগ দিতে পারবে।

 

এক্ষেত্রে সৌদির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কাছ থেকে আজির পোর্টালের মাধ্যমে অনুমোদন নিতে হবে।

 

বিদেশ থেকে কর্মী আনার পরিবর্তে, সৌদি আরবে অবস্থানরত শ্রমিকদের যথাযথ ব্যবহার নিশ্চিতে এই পোর্টালটি সহায়তা করে।

 

সৌদি নাগরিক এবং প্রবাসী সবাই হজ মৌসুসে অস্থায়ীভিত্তিতে কাজ করতে পারবেন। তবে নিয়ম হলো— সৌদির নাগরিকের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

 

আর যেসব প্রবাসী কাজ করতে আগ্রহী তাদের অবশ্যই সৌদি আরবের কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকতে হবে এবং হজের সময় খণ্ডকালীন কাজ করার জন্য ওই প্রতিষ্ঠান বা নিয়োগকর্তার অনুমতি লাগবে।

 

এদিকে বিশ্বব্যাপী করোনা মহামারি দেখা দিলে সৌদি সরকার নির্দিষ্ট সংখ্যক মানুষকে হজ পালনের সুযোগ দেয়। কিন্তু বর্তমানে সেসব বিধিনিষেধ তুলে দেয়া হয়েছে।

 

করোনার আগে প্রতিবছর একসঙ্গে ২৫ লাখ মানুষ হজ পালন করতে পারতেন। এখন যেহেতু আর কোনো বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা নেই তাই এ বছর পবিত্র মক্কা, মদীনা ও জেদ্দায় হাজিদের উপচে পড়া ভিড় দেখা যাবে।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহাঙ্গীর

Link copied!