AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জি-২০ সম্মেলনে যোগ দিতে জাপানে জেলেনস্কি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:১৪ পিএম, ২০ মে, ২০২৩
জি-২০ সম্মেলনে যোগ দিতে জাপানে জেলেনস্কি

জি-২০ জোটের সম্মেলনে যোগ দিতে জাপানে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর দ্যা গার্ডিয়ানের।

 

শনিবার (২০ মে) ফ্রান্সের সরকারের একটি বিমানে করে হিরোশিমা শহরে আসেন তিনি।

 

সফরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, ফ্রান্স, ইতালি এবং জার্মানিকে নিয়ে গঠিত জি-৭ জোটের নেতাদের সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি।

 

দখলদার রুশ বাহিনীর বিরুদ্ধে সম্ভাব্য পাল্টা আক্রমণ চালানোর জন্য এ দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের কাছে আরও অস্ত্র সহায়তা চাইবেন তিনি।

 

জাপানের স্থানীয় সময় বিকালে জেলেনস্কিকে বহনকারী বিমানটি হিরোশিমায় অবতরণ করে। এ সময় বিমানবন্দরের ভেতরে ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়।

 

জাপানে পৌঁছানোর পরই একটি টুইট করেন জেলেনস্কি। এতে তিনি লিখেছেন, ‘জাপান, জি-৭, ইউক্রেনের বন্ধু ও মিত্রদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক। আমাদের বিজয়ের জন্য নিরাপত্তা ও আরও বেশি সহযোগিতা, শান্তি আজ আরও নিকটবর্তী হবে। ’

 

এদিকে জেলেনস্কি জাপানে আসার আগে যুক্তরাষ্ট্র জানায়, তারা ইউক্রেনকে এফ-১৬ এর মতো চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান দিতে সম্মত হয়েছে। মার্কিন প্রশাসন সম্মতি দেওয়ায় এখন যেকোনো মিত্র দেশ চাইলেই ইউক্রেনকে যুদ্ধবিমান দিতে পারবে। এতে তারা কোনো ধরনের বাধাপ্রাপ্ত হবে না।

 

যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি জানিয়েছেন, যুদ্ধবিমান কিভাবে পাওয়া যাবে এ ব্যাপারে জি-৭ জোটের নেতাদের সঙ্গে কথা বলবেন।

 

একুশে সংবাদ/আ.ট.প্র/জাহাঙ্গীর

Link copied!