ভারতের জম্মু-কাশ্মিরে সড়ক দুর্ঘট্নায় কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবারের দুর্ঘটনায় স্থানীয় প্রশাসন জানিয়েছে, একটি মিনি বাস কাশ্মিরের থাতরি থেকে দোদা জেলায় যাওয়ার পথে খাদে পড়ে হতাহত হন যাত্রীরা। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী ওই বাসটি কাশ্মিরের থাতরি এলাকা থেকে দোদা শহরে যাচ্ছিল। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে উদ্ধারকারী বাহিনী। দুর্ঘটনা কীভাবে ঘটলো তা এখনও স্পষ্ট হওয়া যায়নি। অনুসন্ধানে নেমেছে প্রশাসন।
নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় জানান, ‘জম্মু-কাশ্মিরের দোদার থাতরি কাছে দুর্ঘটনা ঘটেছে। শোকাহত পরিবারের প্রতি শোক জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থ হওয়ার প্রার্থনা করি’।
নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ এবং আহতদের ৫০ হাজার রুপি সহায়তা ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে হতাহতদের সাহায্যে স্থানীয় প্রশাসনকে সব ধরণের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
একুশে সংবাদ/ঢ/এসএপি
আপনার মতামত লিখুন :