ইউক্রেন এবং রাশিয়া মঙ্গলবার একে অপরের বিরুদ্ধে নোভা কাখোভকা বাঁধ উড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেছে। এই বাঁধ ধ্বংসের ফলে দক্ষিণ ইউক্রেনে ব্যাপক বন্যা সৃষ্টি হয়েছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দক্ষিণ কমান্ড জানিয়েছে, রাশিয়ান বাহিনী অধিকৃত খেরসন অঞ্চলে সোভিয়েত যুগের নোভা কাখোভকা বাঁধ উড়িয়ে দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া ভিডিওতে বাঁধের চারপাশে বড় বিস্ফোরণ দেখা যায়। জল উপচে পড়তেও দেখা গেছে। ৩০ মিটার (গজ) দৈর্ঘ্য এবং ৩.২ কিলোমিটার (২ মাইল) প্রশস্ত বাঁধটি ১৯৫৬ সালে নিপ্রো নদীর ওপর নির্মিত হয়েছিল।
এদিকে রাশিয়া বলেছে, পূর্ব দোনেৎস্কে তারা ইউক্রেনের আরেকটি আক্রমণ ব্যর্থ করে দিয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনীয় পক্ষে, বলেও দাবি করেছে রাশিয়া।
অন্যদিকে ইউক্রেনীয় বাহিনী বাখমুত শহর ঘিরে অগ্রসর হয়েছ। ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার এই দাবি করেছেন। তিনি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এ শহরকে রুশ বাহিনীর সঙ্গে ‘লড়াইয়ের কেন্দ্রস্থল’ হিসেবে বর্ণনা করেছেন। সূত্র: আল জাজিরা।
একুশে সংবাদ/স/এসএপি
আপনার মতামত লিখুন :