দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে টানা কয়েক বছর ধরে বাড়ছে গাধা ও ছাগলসহ বেশ কিছু প্রাণীর সংখ্যা।
সম্প্রতি প্রকাশিত দেশটির ২০২২-২০২৩ অর্থ বছরের অর্থনৈতিক জরিপে এমন তথ্য প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে জিও নিউজ।
পাকিস্তানে ভার বহনে আস্থার প্রতীক গাধার সংখ্যা এখন ৫৮ লাখের মতো। আর ছাগলের সংখ্যা আট কোটি ৪৭ লাখের বেশি।
পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৯-২০ অর্থ বছরে দেশটিতে গাধার সংখ্যা ছিল ৫৫ লাখ, এর পরের বছর ছিল ৫৬ লাখ এবং ২০২১-২২ বছরে ছিল ৫৭ লাখ।
পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার ওই প্রতিবেদন প্রকাশ করেন। যাতে বলা হয়েছে, সবমিলিয়ে দেশে গবাদি পশুর সংখ্যা বেড়েছে সাড়ে ৫ কোটি। মহিষের সংখ্যা বেড়ে এখন সাড়ে ৪ কোটি, ভেড়া ৩ কোটি ২৩ লাখ এবং ছাগল ৮ কোটি ৪৭ লাখের মতো।
তবে গত চার বছরে উট, ঘোড়া ও খচ্চরের সংখ্যায় কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটিতে উটের সংখ্যা এখন প্রায় ১১ লাখ, ঘোড়ার সংখ্যা চার লাখ এবং খচ্চড়ের সংখ্যা ২ লাখের মতো।
একুশে সংবাদ/স/এসএপি
আপনার মতামত লিখুন :