AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অ্যামাজনে উড়োজাহাজ বিধ্বস্তের ৪০ দিন পর ৪ শিশু উদ্ধার


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৪৮ এএম, ১০ জুন, ২০২৩
অ্যামাজনে উড়োজাহাজ বিধ্বস্তের ৪০ দিন পর ৪ শিশু উদ্ধার

অ্যামাজনে উদ্ধার ৪ শিশু, ছবি: সংগৃহীত

কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে অ্যামাজনের গভীর জঙ্গলে উড়োজাহাজ বিধ্বস্তের পাঁচ সপ্তাহের বেশি সময় পর চার শিশু জীবিত উদ্ধার হয়েছে। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এ তথ্য জানিয়েছেন। খবর: বিবিসি’র।

 

কলম্বিয়ার ক্যাকুয়েটা ও গুয়াভিয়ারে প্রদেশের সীমান্তবর্তী যে এলাকায় ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয় সেখান থেকে সামরিক বাহিনী চার শিশুকে উদ্ধার করেছে। এদের মধ্যে ১১ মাসের একটি শিশুও রয়েছে। শিশুরা জঙ্গলে মূলত ফল খেয়ে বেঁচে ছিল বলে জানা গেছে। বাকি তিনজনের বয়স ১৩, ৯ ও ৪ বছর বলে জানা গেছে।

 

সামরিক বাহিনী উদ্ধার অভিযানে উড়োজাহাজ ও হেলিকপ্টার ব্যবহার করে। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও তাদের সহযোগিতা করে। জঙ্গলে বেঁচে থাকার তাগিদে শিশুদের খাওয়া ফলের উচ্ছিষ্ট তাদের অবস্থান শনাক্ত করতে কাজে লেগেছে বলে জানা যায়।

 

প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো টুইটে বলেন, ‘গোটা দেশের জন্য আনন্দের, যে চারটি শিশু হারিয়ে গিয়েছিল, কলম্বিয়ার জঙ্গলে তাদের পাওয়া গেছে।’

 

গত ১ মে গভীর জঙ্গলে উড়োজাহাজ বিধ্বস্তে চার শিশুর মা ম্যাগডালেনা মুকুতেই ভ্যালেন্সিয়া এবং পাইলট হার্নান্দো মুর্সিয়া মোরালেস এবং ইয়ারুপারি উপজাতি গোষ্ঠীর নেতা হারম্যান মেন্দোজা হার্নান্দেজ নিহত হন।

 

একুশে সংবাদ/স/এসএপি

Link copied!