পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাচ্ছেন ২ হাজারের অধিক কারাবন্দি। শুক্রবার (২৩ জুন) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় নিউজ সংস্থা ডব্লিউএএম। খবর আল আরাবিয়া।
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক হাজার কারাবন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। মানবিকতার দিক বিবেচনার নিয়ে তাদের ক্ষমা করে দেওয়া হয়েছে।
এর আগে অন্য শাসকরাও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কারাবন্দিদের ক্ষমা করেছেন।
দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম কারাগার থেকে বিভিন্ন দেশের ৬৫০ জন নাগরিককে মুক্তি দিয়েছেন।
বন্দিরা যেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে এবং পরিবারের সবাইকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারে এজন্য শেখ মোহাম্মাদ এ নির্দেশনা দিয়েছেন।
ডব্লিউএএম এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি সপ্তাহে ফুজাইরার শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ ১০০ জনের বেশি বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। রাস আল খাইমার শাসক শেখ সৌদ বিন সাকার আল কাসিমি প্রায় ৩৫০ বন্দিকে ক্ষমা করেছেন এবং আজমানের শাসক শেখ হুমাইদ বিন রশিদ আল নুয়াইমি ১৬৬ বন্দিকে মুক্তি দেওয়া ঘোষণা দিয়েছেন।
এছাড়া বৃহস্পতিবার শেষ সৌদ বিন রাশেদ আল মুয়াল্লা, শাসক উম আল কাইওয়াইন কিছু সংখ্যান বন্দিকে ক্ষমা করে দিয়েছেন।
মধ্যপ্রাচ্যের এ দেশটিতে রমজান এবং কুরবানি উপলক্ষে প্রতি বছর অনেক কারাবন্দিদের ক্ষমা করে দেওয়া হয়।
আগামী ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সৌদি ও আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহার ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে সৌদি আরব ঈদের ছুটির সঙ্গে আরও দুদিন বেশি ছুটি ঘোষণা করেছে। আগামী ২৮ জুন মধ্যেপ্রাচ্যের অনেক দেশে পবিত্র কুরবানি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে পবিত্র এ জিলহজ মাসের ১০ তারিখ হজও অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ/ন.চ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :