AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাশিয়ার ভবিষ্যৎ হুমকির ‍মুখে: পুতিন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:৪৯ পিএম, ২৪ জুন, ২০২৩
রাশিয়ার ভবিষ্যৎ হুমকির ‍মুখে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার ভবিষ্যৎ এখন হুমকির ‍মুখে। বিদ্রোহীদের কার্যকলাপকে তিনি পিঠে ছুরিকাঘাত বলে বর্ণনা করেছেন।

 

অনিবার্য শাস্তির হুমকি দিয়ে সতর্ক করে তিনি বলেছেন, ‘যারা রাশিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে তাদেরকে শাস্তি পেতে হবে। রাজধানী মস্কো এবং অন্যান্য কয়েকটি অঞ্চলে এখন সন্ত্রাসবিরোধী অভিযান চলছে।’

 

তিনি ওয়াগনার গ্রুপের প্রধান ইভজেনি প্রিগোজিনের নাম উল্লেখ না করে বলেন, কারও কারও উচ্চাকাঙ্ক্ষা ‘তীব্র রাষ্ট্রদ্রোহিতার’ দিকে যাচ্ছে।

 

ওয়াগনার যোদ্ধাদের কথা উল্লেখ না করেই তিনি বলেন, ‘কিছু রাশিয়ানকে কৌশলে অপরাধমূলক দুঃসাহসিক কাজের দিকে ধাবিত করা হচ্ছে।’

 

হঠাৎ করেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পট বদলে গেছে। এতদিন রাশিয়াকে সমর্থন করা ওয়াগনার গ্রুপ হঠাৎ করেই পাল্টে গেছে। রুশ সেনাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে তারা। ইউক্রেনীয় বাহিনীর বিপক্ষে লড়াইয়ে রুশ সেনাদের সমর্থনের বদলে এবার রুশ বাহিনীর ওপরই হামলা করছে তারা।

 

রুশ প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের মুখমাত্র দিমিত্রো পেসকোভ জানিয়েছেন, সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে পুতিনকে শুরু থেকেই সার্বক্ষণিকভাবে অবহিত করা হচ্ছে। বিষয়টি আরও ঘোলাটে হওয়ায় জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট পুতিন। তার এ ভাষণটি টেলিভিশনে প্রচার করা হবে বলে জানিয়েছে বার্তাসংস্থা টাস নিউজ।

 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, রোস্তোভে দখলকৃত সদর দপ্তরে বিচরণ করছেন ওয়াগনার সেনারা।

 

এক ভিডিও বার্তায় প্রিগোজিন জানিয়েছেন, তার সেনারা রোস্তোভ শহরটি অবরুদ্ধ করবে এবং রাজধানী মস্কোর দিকে এগিয়ে যাবে— যতক্ষণ না প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু এবং জেনারেল ভেলেরি গেরাসিমোভ তাদের সঙ্গে দেখা করতে না আসছেন।

 

তিনি বলেছেন, ‘আমরা এখানে এসেছি। আমরা চিফ অব জেনারেল স্টাফ এবং সোইগুর সঙ্গে দেখা করতে চাই। যতক্ষণ তারা না আসছে, আমরা এখানে থাকব, আমরা রোস্তভ অবরুদ্ধ করব এবং মস্কোর দিকে এগিয়ে যাব।’

 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অপর এক ভিডিওতে দেখা যায়, ওয়াগনার প্রধান প্রিগোজিন দু’জন জেনারেলের সঙ্গে বসে আছেন। যার মধ্যে একজন হলেন সেনাবাহিনীর লেফটেনেন্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেসেভ। এই জেনারেল এর আগে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। সেখানে তিনি প্রিগোজিনকে অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

 

পুরো পরিস্থিতিই কেমন যেন ঘোলাটে হয়ে গেছে। তবে রাশিয়াকে রক্ষা করার অঙ্গীকার করে সংকট মোকাবিলায় প্রয়োজনীয় আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুতিন।

 

একুশে সংবাদ/জ/এসএপি

টাইমলাইন

  1. ০৪:৫৫ পিএম, ২৫ জুন, ২০২৩ ‘পুতিন বিশ্বাসঘাতকদের ক্ষমা করেন না’
  2. ০৮:৩২ পিএম, ২৪ জুন, ২০২৩ ভয়ে মস্কো ছেড়েছেন পুতিন?
  3. ০৭:১৯ পিএম, ২৪ জুন, ২০২৩ ক্ষমতা হারানোর শঙ্কায় পুতিন, নজরে আগামী ২৪ ঘণ্টা!
  4. ০৭:০৯ পিএম, ২৪ জুন, ২০২৩ বাবুর্চি থেকে যেভাবে ওয়াগনারপ্রধান প্রিগোশিন
  5. ০৭:০০ পিএম, ২৪ জুন, ২০২৩ ওয়াগনার মস্কোগামী সৈন্য বহরে রুশ সামরিক হামলা
  6. ০৬:৪৩ পিএম, ২৪ জুন, ২০২৩ রাশিয়ার তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড
  7. ০১:৪৯ পিএম, ২৪ জুন, ২০২৩ রাশিয়ার ভবিষ্যৎ হুমকির ‍মুখে: পুতিন
  8. ১২:০৯ পিএম, ২৪ জুন, ২০২৩ এবার রুশ সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিল ওয়াগনার গ্রুপ
  9. ১০:০১ এএম, ২৪ জুন, ২০২৩ বিদ্রোহ শুরু, পুতিনকে ক্ষমতাচ্যুত করার হুমকি ওয়াগনার গ্রুপের
  10. ১০:১৮ পিএম, ১ এপ্রিল, ২০২৩ পশ্চিমাদের মোকাবেলায় পুতিনের নতুন পররাষ্ট্রনীতি
Link copied!