AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দাবি আদায় করে নিজেদের ঘাটিতে ফিরছে ওয়াগনার গ্রুপ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:০২ এএম, ২৫ জুন, ২০২৩
দাবি আদায় করে নিজেদের ঘাটিতে ফিরছে ওয়াগনার গ্রুপ

বেসরকারি ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন রাশিয়ার রোস্তভ-অন-ডন শহর ছেড়ে চলে গেছেন। ছবিতে দেখা গেছে, তিনি শহরের জেলা সামরিক সদর দপ্তর ছেড়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন। খবর- বিবিসি 

 

শহরটি ওয়াগনার গ্রুপের সেনারা নিয়ন্ত্রণে নিয়েছিল। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, প্রিগোজিন রাশিয়া ছেড়ে বেলারুশের উদ্দেশে যাত্রা করবেন। ‘রক্তপাত এড়াতে’ প্রিগোজিন ও তার ওয়াগনার বাহিনীর বিরুদ্ধে সব অভিযোগ কর্তৃপক্ষ প্রত্যাহার করবে।

 

এর আগে টেলিগ্রাম চ্যানেলে অডিওবার্তায় ‘রক্তপাত এড়াতে’ রাশিয়ার রাজধানী মস্কো অভিমুখে যাত্রা স্থগিতের ঘোষণা দেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় মস্কো অভিমুখে যাত্রা বন্ধ করতে রাজি হন তিনি।  

 

লুকাশেঙ্কোকে উদ্ধৃত করে রশিয়া ২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর ওয়াগনার প্রধান মস্কো অভিযান বন্ধ করতে রাজি হন। ওয়াগনার যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট পুতিনের সম্মতি নিয়েই লুকাশেঙ্কো ও প্রিগোজিন এ বিষয়ে আলোচনা করেছেন। উত্তেজনা কমাতে সম্ভাব্য একটি গ্রহণযোগ্য উপায় বের করা হবে। 

 

এর আগে শনিবার রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার বিদ্রোহ ঘোষণা করে। দলবল নিয়ে ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন মস্কোর দিকে এগুতে থাকেন। ওয়াগনার বাহিনীর সৈন্যরা রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে এই খবর প্রকাশিত হওয়ার পর গোটা মস্কো অঞ্চলে ‘সন্ত্রাস-বিরোধী’ বিশেষ সতর্কতা জারি করা হয়। 

 

উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। তখন থেকে দেশটিতে রুশ বাহিনীর সহযোগী হিসেবে ইউক্রেনীয়দের বিরুদ্ধে লড়ছে ওয়াগনার গ্রুপ। এটি একটি বেসরকারি ভাড়াটে বাহিনী। ক্রেমলিনের সরাসরি পৃষ্ঠপোষকতায় এটি গড়ে তুলেছেন ইয়েভজেনি প্রিগোজিন নামে এক ব্যবসায়ী। গ্রুপটির সদস্যের সংখ্যা প্রায় ২৫ হাজার। এদের অনেকেই রুশ নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্য।

 

একুশে সংবাদ.কম/এসএপি

Link copied!