AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাঝ আকাশে বিমানের মেঝেতেই মলত্যাগ!


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:১৩ এএম, ২৭ জুন, ২০২৩
মাঝ আকাশে বিমানের মেঝেতেই মলত্যাগ!

ভারত: মাঝ আকাশে ফ্লাইটের মেঝেতে প্রস্রাব-মলত্যাগ

বিমানে নারী সহ-যাত্রীর গায়ে প্রস্রাবের পর ফের বিতর্কিত কাণ্ড ঘটলো ভারতে। এবার মাঝ আকাশে বিমানের মেঝেতে মলত্যাগ ও প্রস্রাব করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।

 

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে মঙ্গলবার (২৭ জুন) এনডিটিভি’র প্রতিবেনে জানা গেছে, শনিবার (২৪ জুন) মুম্বাই থেকে দিল্লি যাওয়ার সময় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাই থেকে দিল্লি যাওয়ার সময় মাঝ-আকাশে থাকা অবস্থায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের মেঝেতে মলত্যাগ ও প্রস্রাব করার অভিযোগে দিল্লিতে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে সোমবার পুলিশ জানিয়েছে। ঘটনাটি গত শনিবার এআইসি ৮৬৬ নাম্বার ফ্লাইটে ঘটে বলেও জানায় পুলিশ।

 

এনডিটিভি বলছে, অভিযুক্ত ওই যাত্রীর নাম রাম সিং। আটকের পর তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটির ১৭এফ নাম্বার সিটের যাত্রী রাম সিং বিমানের ৯ নং সারিতে মলত্যাগ ও প্রস্রাব করেন এবং থুথু ফেলেন।

 

এতে আরও বলা হয়েছে, বিমানের ভেতরে ওই ব্যক্তির ‘অসদাচরণ’ পর্যবেক্ষণ করে কেবিন ক্রু তাকে মৌখিক সতর্কবাণী দেয় এবং একপর্যায়ে তাকে অন্যদের থেকে আলাদা করে রাখা হয়।

 

পরে ফ্লাইটের পাইলট-ইন-কমান্ডকেও পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয় এবং নিরাপত্তা চেয়ে অবিলম্বে বার্তাও পাঠানো হয়। এছাড়া ফ্লাইটের ভেতরে এই ধরনের কাজ বেশ কয়েকজন যাত্রীকে বিক্ষুব্ধ করেছে বলেও এফআইআরে বলা হয়েছে।

 

এনডিটিভি বলছে, গন্তব্যে পৌঁছানোর পর এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা প্রধান সেখানে উপস্থিত হন এবং অভিযুক্ত যাত্রীকে স্থানীয় থানায় নিয়ে যান। পরে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারা (অশ্লীল কাজ) এবং ৫১০ (জনসমক্ষে মাতাল ব্যক্তির অসদাচরণ) ধারার অধীনে মামলা নথিভুক্ত করা হয়।

 

উল্লেখ্য, গত বছর এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের বিজনেস ক্লাসে এক ব্যক্তি পাশেই থাকা এক নারী সহ-যাত্রীর গায়ে প্রস্রাব করেন।

 

একুশে সংবাদ/ঢ/এসএপি

Link copied!