ফ্রান্সের রাজধানী প্যারিসের শহরতলির একটি তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে কিশোর নিহত হওয়ার জেরে সহিংস বিক্ষোভ অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছু এলাকায় কারফিউ জারি ও যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
দাঙ্গা ঠেকাতে গতকাল বৃহস্পতিবার (২৯ জুন) থেকে ৩ জুলাই পর্যন্ত প্যারিসের পার্শ্ববর্তী ক্লামার্ত শহরে কারফিউ জারি করা হয়েছে। প্যারিস অঞ্চলে রাত নয়টা থেকে বাস ও ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। খবর আল-জাজিরার
ফ্রান্সের ইল-দে-ফ্রান্স অঞ্চলের প্যারিসের ঠিক দক্ষিণের ক্লামার্ত শহরের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে ৩ জুলাই প্রতিদিন রাত নয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
গত মঙ্গলবার প্যারিসের শহরতলি নতেঁর একটি তল্লাশিচৌকিতে ১৭ বছর বয়সী নাহেল নামের এক উত্তর আফ্রিকান বংশোদ্ভূত কিশোর পুলিশের গুলিতে নিহত হয়। ওই ঘটনায় দেশজুড়ে সহিংস বিক্ষোভ শুরু হয়। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই কারফিউ জারি করা হয়েছে বলে ক্লামার্ত শহরের কর্তৃপক্ষ টুইটারে জানিয়েছে।
একুশে সংবাদ/ চৌধু
আপনার মতামত লিখুন :