সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় মধ্যপ্রাচ্যের দেশ ইরান সুইডেনে রাষ্ট্রদূত পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। দেশটিতে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় মুসলিম বিশ্বে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। এ ঘটনার জন্য সুইডিশ সরকারকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান। খবর বিবিসি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুইডেনে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করা সত্ত্বেও তাকে সে দেশে পাঠাবে না তেহরান।
টুইটা বার্তায় তিনি আরও বলেন, সুইডিশ সরকার পবিত্র কুরআনকে অবমাননার অনুমতি দেওয়ায় স্টকহোমে রাষ্ট্রদূত পাঠানোর প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে।
পবিত্র ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে পবিত্র কুরআনের একটি কপিতে আগুন দেন ইরাকের নাগরিক সালওয়ান মোমিকা।
পবিত্র কুরআন পোড়ানো ব্যক্তিকে ইরাকের কাছে হস্তান্তর করার জন্য আহ্বান জানিয়েছে বাগদাদ। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যেহেতু সালওয়ান এখনো ইরাকি নাগরিকত্ব ধারণ করছেন, তাই তাকে নিজ দেশে বিচারের মুখোমুখি হতে হবে।
পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় হাজারো ইরাকি বিক্ষোভকারী দেশটিতে অবস্থিত সুইডিশ দূতাবাসে হামলা চালিয়েছেন। দূতাবাসে হামলার নিন্দা জানিয়েছে সুইডেন।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :