AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোরআন পোড়ানোর ঘটনায় পাকিস্তানজুড়ে বিক্ষোভ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:৩৭ পিএম, ৫ জুলাই, ২০২৩
কোরআন পোড়ানোর ঘটনায় পাকিস্তানজুড়ে বিক্ষোভ

সুইডেনে ঈদের দিনে কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে এবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তান। 

 

দেশটির সরকার এক ঘোষণায় জানিয়েছে, আগামী শুক্রবার (৭ জুলাই) দেশজুড়ে এ বিক্ষোভ করা হবে। খবর জিও নিউজের।

 

মঙ্গলবার (৪ জুলাই) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। তিনি দেশটির সকল রাজনৈতিক দলকে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

এছাড়া আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তান সরকার এ নিয়ে পার্লামেন্টে যৌথ অধিবেশনের ডাক দিয়েছে। কোরআন অবমাননার নিন্দা জানাতে যৌথ অধিবেশনে একটি প্রস্তাব পাস করা হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

 

এর আগে গত ২৮ জুন স্টকহোম শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয় এক ব্যক্তি। তার নাম সালওয়ান মোমিকা এবং সে সুইডেনে বসবাসরত একজন ইরাকি বলে জানানো হয়েছে।

 

এ ঘটনার পরেই মুসলিম বিশ্ব ক্ষোভে ফুঁসে ওঠে। ইতিমধ্যে এর তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক, ইরাক, ইরান, মিশর, সৌদি আরব, মালয়েশিয়া ও বাংলাদেশসহ বেশ কয়েকটি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ। শেষমেশ এক প্রকার বাধ্য হয়ে সুইডেনও গতকাল কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা প্রকাশ করেছে।

 

একুশে সংবাদ/স/এসএপি

Link copied!