AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হিরো আলমকে নিয়ে টুইট: লুইসকে তলব করে অসন্তোষ, যা জানাল জাতিসংঘ


Ekushey Sangbad
Shikh Samirah Akhtar Zinia, special correspondent
০৬:০৭ পিএম, ২২ জুলাই, ২০২৩
হিরো আলমকে নিয়ে টুইট: লুইসকে তলব করে অসন্তোষ, যা জানাল জাতিসংঘ

সদ্য সমাপ্ত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিরো আলমের হামলার নিন্দা জানান বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এক টুইটবার্তায় তিনি এ নিন্দা জানান। যার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার দুপুরে ঢাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েটকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে অসন্তোষ প্রকাশ করেছে সরকার।

 

বাংলাদেশ সরকারের এমন কাণ্ড কতটুকু বৈধ তা নিয়ে প্রশ্ন উঠেছে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে।

 

শুক্রবার জাতিসংঘের ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিখের কাছে বাংলাদেশের এ কাণ্ডের বৈধতা জানতে চান এক সাংবাদিক। ওই সাংবাদিক প্রশ্ন করেন, ‘জাতিসংঘ সেক্রেটারি জেনারেল কি এই পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন যে একটি অনানুষ্ঠানিক বা আনুষ্ঠানিক টুইটের জন্য একটি দেশ একজন আবাসিক সমন্বয়কারীকে তলব করতে পারে?’

 

উত্তরে স্টিফেন দুজারিখ বলেন, ‘এখানে বেশ কয়েকটি বিষয় আছে। সদস্য দেশের সরকার পক্ষ থেকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে তলব করাটা অস্বাভাবিক নয়। সমন্বয়কারীর বলা কোনো কথার সঙ্গে সে দেশের দ্বিমত থাকলে তলব করতেই পারে। এটাই যথাযথ প্রক্রিয়া। যখন কোনো বিষয় নিয়ে অসন্তোষ থাকে, তখন সদস্যদেশগুলো এ প্রক্রিয়া মেনে চলে। তবে বাংলাদেশে কর্মরত জাতিসংঘের দলের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।’

 

তার কাছে আরও জানতে চাওয়া হয়, ‘ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন শহরে সরকারবিরোধী হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন। অন্তত দুজনের প্রাণ গেছে। আহত হয়েছেন কয়েক শ মানুষ। বিক্ষোভকারীরা আগামী জানুয়ারির নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর পদত্যাগ চান। জাতিসংঘের পক্ষ থেকেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়েছে। এ পরিস্থিতিতে আপনি কি মনে করেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিবেশ রয়েছে?’

 

তিনি বলেন, ‘আমি মনে করি, মানুষের কথা বলার, শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে। আর কর্তৃপক্ষের দায়িত্ব, মানুষের এসব অধিকার রক্ষায় সহায়তা করা। সবখানেই এমনটা চলে। আমাদের এ প্রশ্ন বহুবার করা হয়েছে। তাই নির্বাচনের আগে আমি আর এমন কোনো পূর্বাভাস দিতে চাচ্ছি না।’

 

এর আগে, গত মঙ্গলবার টুইটবার্তায় হিরো আলমের ওপর হামলার নিন্দা প্রকাশ করে গোয়েন লুইস লেখেন, ‘নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে প্রত্যেকের যে মৌলিক মানবাধিকার, তা নিশ্চিত ও সুরক্ষিত করতে হবে।’

 

উল্লেখ্য, গোয়েন লুইস এ মুহূর্তে বাংলাদেশে না থাকায় ইউনিসেফের এ দেশীয় প্রতিনিধি শেলডন ইয়েট জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন।

 

একুশে সংবাদ/য/এসএপি

Link copied!