AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিতম্ব বড় করতে গিয়ে তরুণীর মৃত্যু


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৪৮ পিএম, ২৫ জুলাই, ২০২৩
নিতম্ব বড় করতে গিয়ে তরুণীর মৃত্যু

নিতম্ব বড় করার ইচ্ছে ছিল অনেকদিন ধরেই। শেষ পর্যন্ত সুযোগটা এসেছিল বন্ধুর তরফেই। এক বন্ধু সবেমাত্র এই বিষয়ে একটি কোর্স শেষ করেছে। নিতম্ব বড় করার কোর্স আদতে একটি গুরুত্বপূর্ণ কোর্স। এর জন্য লাগে অস্ত্রোপচারের দক্ষতা ও চিকিৎসাবিজ্ঞানের অভিজ্ঞতা। কিন্তু সেসব কিছুই ছিল দুই সপ্তাহের বিউটিশিয়ান কোর্স করা ওই তরুণীর। তবে বন্ধু যখন করাতে চায়, নিজের দক্ষতাও ফলিয়ে নিতে দ্বিধা করেনি সে। অল্প পয়সাতেই নিতম্ব বড় করার ‘অফার’ দেয় তার বন্ধুকে। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। নিতম্ব বা পেছন বড় করার অস্ত্রোপচার করতে গিয়ে ঘটে যায় বিপত্তি। অপারেশন টেবিলেই মৃত্যু হয় তরুণীর।

 

সম্প্রতি রাশিয়াতে এই ঘটনা ঘটেছে। সেখানে মিকা সাবাসোভা নামে এক তরুণীর মৃত্যু ঘটেছে পেছন বড় করার অস্ত্রোপচার করতে গিয়ে। বন্ধুর দেওয়া সুযোগ মেনে অল্প পয়সায় এই অস্ত্রোপচার করতে গিয়েই মৃত্যু হয় তার।

 

প্রসঙ্গত, একটি অ্যানাস্থেশিয়া ইনজেকশনের জেরেই তার মৃত্যু হয়। ইনজেকশনটি পুশ করার মাত্র দশ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত ওই বন্ধু মহিলাকে গ্রেফতারও করে তার বাড়িতে গৃহবন্দী করে রাখা হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই অস্ত্রোপচারের জন্য সব মিলিয়ে ১৫৪ ইউরো দাবি করেছিল ওই মহিলা। উমা এম নামের অভিযুক্ত বিউটিশিয়ান বন্ধুর অস্ত্রোপচারের জন্য ঘরের মধ্যেই ব্যবস্থা করেছিলেন। অ্যানাস্থেশিয়া দেওয়ার দশ মিনিটের মৃত্যু হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগও মেলেনি।

তবে দুই সপ্তাহের একজন অনভিজ্ঞ বন্ধুর উপরেই বা কেন ভরসা করলেন ২২ বছরের তরুণী মিকা? পুলিশের তরফে এই নিয়ে জেরা করা হয় মিকার বন্ধুদের। তাদের বয়ানে জানা গিয়েছে, মিকাকে এই বিষয়ে সতর্ক করেছিল তাঁরা। বন্ধুকে একজন অনভিজ্ঞ বিউটিশিয়ানের কাছে যেতে বারণ করে তাঁরা। বেশ কয়েকবার বারণ করলেও মিকা তাঁদের কথা শোনেননি।

 

প্রসঙ্গত, মিকার বন্ধুরা  বলে, এর আগে ঠোট, থুতনিও বড় করিয়েছে মিকা। ফলে নিতম্ব বড় করানোর ইচ্ছেটা অনেকদিন ধরেই পুষে রেখেছিল। অবশেষে সুযোগ আসায় তা আর ছাড়তে চায়নি সে। তবে পরিনতি যে এমনটা হবে, তা কেউই ভাবেনি শেষ পর্যন্ত।

 

একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা

 

Shwapno
Link copied!