AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানি দাবাড়ুকে নাগরিকত্ব দিল স্পেন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৮:৪৩ পিএম, ২৭ জুলাই, ২০২৩
ইরানি দাবাড়ুকে নাগরিকত্ব দিল স্পেন

মাহসা আমিনীর মৃত্যুর পর দেশ থেকে পালিয়ে স্পেনে চলে যান ইরানের নারী দাবাড়ু সারা খাদেম। সেখানে তিনি হিজাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দাবা প্রতিযোগিতায় অংশ নেন। এমন সাহসি কাণ্ডের জন্য স্পেন সারা খাদেমকে নাগরিকত্ব প্রদান করেছে। খবর আল জাজিরা

 

বুধবার (২৬ জুলাই) সারা খাদেমকে নাগরিকত্ব দিয়ে স্পেনে একটি সরকারি গেজেট প্রকাশ করা হয়।

 

সেখানে বলা হয়, ‘বিশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে’ মঙ্গলবার স্পেনের মন্ত্রিসভা সারা খাদেমকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। 

 

২৬ বছর বয়সী এই দাবাড়ুর পুরো নাম সারাসাদাত খাদেমালশারিয়েহ। তিনি গত বছর ডিসেম্বরে কাজাখস্তানে অনুষ্ঠিত এফআইডিই ওয়ার্ল্ড র‍্যাপিড এবং ব্লিৎজ চেজ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সময় হিজাব পরেননি।

 

ইরানে নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক। এমনকি দেশটির নারী ক্রীড়াবিদদেরও হিজাব মাথায় রেখেই খেলাধুলায় অংশ নিতে হয়।

 

গত বছরের সেপ্টেম্বরে ইরানে হিজাব-বিরোধী বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করে। ইরানি কর্তৃপক্ষের নানামুখী দমন-পীড়নের পরও টানা কয়েক মাস ধরে বিক্ষোভ অব্যাহত ছিল। এই পরিস্থিতিতে সারা খাদেমের মতো আরও বেশ কয়েকজন হিজাব-বিরোধী আন্দোলনে সমর্থনের প্রতীক হিসেবে হিজাব পরিধানের নিয়ম ভঙ্গ করেছিলেন।

 

২৬ বছর বয়সী সারা খাদেম রয়টার্সকে বলেছেন, তার দেশের ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের সমর্থনে তিনি যে ভূমিকা রেখেছেন সেটির জন্য তার কোনো অনুশোচনা নেই।

 

উল্লেখ্য, হিজাব পরার বিধান লঙ্ঘনের দায়ে গত বছরের সেপ্টেম্বরের মাঝামাঝিতে ইরানের নৈতিকতা পুলিশ ২২ বছর বয়সী কুর্দি ইরানি তরুণী মাহসা আমিনিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর পুলিশি হেফাজত থেকে কোমায় চলে যান ওই তরুণী। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাহসা আমিনি।

 

একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা

Link copied!