পাকিস্তানের সিন্ধু প্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৮০ জনের বেশি।
রোববার (৬ আগস্ট) করাচি থেকে ২৭৫ কিলোমিটার দূরে নবাবশাহ জেলার সাহারা রেলওয়ে স্টেশনের কাছে হাভেলিয়ানগামী হাজারা এক্সপ্রেসের ১০টি বগি লাইনচ্যুত হয়ে হতাহতের এ ঘটনা ঘটে।
বেনজিরাবাদ বিভাগের কমিশনার আব্বাস বালোচ এক বিবৃতিতে বলেছেন, ‘এই দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন মারা গেছে এবং এখনও একটি বগিতে যাত্রীরা আটকে আছেন।’
তিনি জানান, ঘটনাস্থলে একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসায় জেলার হাসপাতালগুলোতে জরুরি অবস্থার ঘোষণা দেয়া হয়েছে।
দুর্ঘটনার পর সিন্ধুর অভ্যন্তরীণ জেলাগুলোতে এবং সেখান থেকে অন্য জেলায় ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। এ দুর্ঘটনায় প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
বেনজিরাবাদ পুলিশের ডিআইজি ইউনিস চান্দিও জানিয়েছেন, লাইনচ্যুত ১০টি বগির মধ্যে ৯টি থেকে হতাহতদের উদ্ধার করা হয়েছে। বাকি একটি বগিতে উদ্ধারকাজ চালাতে ভারী যন্ত্রপাতি দরকার বলে জানান তিনি।
তিনি বলেন, ‘ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু করার জন্য উদ্ধারকারী দল প্রয়োজন। আমাদের দল এবং কমিশনার ঘটনাস্থলে গেছেন।’
এর আগে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছিল, উদ্ধারকাজ শেষ করতে ১৮ ঘণ্টা সময় লাগতে পারে। আর রেল চলাচল স্বাভাবিক করতেও সময় লাগবে, কারণ এর জন্য লাইনচ্যুত বগিগুলো সরাতে হবে।
যদিও বগি লাইনচ্যুত হওয়ার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
রেলওয়ে ও বিমান চলাচলের ফেডারেল মন্ত্রী খাজা সাদ রফিক বলেছেন, কর্তৃপক্ষকে এই ঘটনায় সতর্ক করা হয়েছে। রেল সচিব ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :