AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মানবাধিকার লঙ্ঘনকারী সরকারগুলো একই কাজ করে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:২৫ পিএম, ৭ আগস্ট, ২০২৩
মানবাধিকার লঙ্ঘনকারী সরকারগুলো একই কাজ করে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র সবার জন্য মানবাধিকারের পক্ষে অবস্থান অব্যাহত রাখবে। যেসব দেশের সরকার মানবাধিকার লঙ্ঘন করে তারা প্রায় সব সময় একই কাজ করে।’

 

সোমবার (৭ আগস্ট) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সংবলিত একটি পোস্ট করা হয়।

এতে ব্লিংকেন বলেন, ‘যেসব সরকার মানবাধিকার লঙ্ঘন করে তারা প্রায় সবসময় একই ধরনের কাজ করে। যেমন— অন্য দেশে আক্রমণ, জবরদস্তি করা এবং অন্যান্য দেশকে হুমকি দেওয়া বা বাণিজ্যের নিয়ম ভঙ্গ করা। যুক্তরাষ্ট্র সবার জন্য মানবাধিকারের পক্ষে তার অবস্থান অব্যাহত রাখবে।’  

 

তিনি আরও বলেন, ‘মানবাধিকারের পক্ষে দাঁড়াতে যুক্তরাষ্ট্রের আগ্রহ কেবল যে নীতিগত বিষয় তা নয়, এটি দেশটির জাতীয় নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ।’

 

প্রসঙ্গত, গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ইস্যুগুলোতে যুক্তরাষ্ট্র বরাবরই সোচ্চার। সম্প্রতি প্রকাশিত তাদের নতুন ভিসানীতিতে গণতন্ত্র ও ভোটাধিকার লংঘনকারী দেশের কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়েছে।

 

একুশে সংবাদ/এসএপি
 

Link copied!