চলন্ত ট্রেন হঠাৎ মাঝ রাস্তায় থেমে যায়। ভীত যাত্রীরা ট্রেন থেকে নেমে দেখেন ‘মদ্যপ’ ট্রেনচালক অসংলগ্ন কথা বলছেন। এমন অবস্থায় যাত্রাপথে মাঝ রাস্তায় ৪০ মিনিট দাঁড়িয়ে থাকে ট্রেনটি। পরে নতুন চালক এসে ট্রেন গন্তব্যে নিয়ে যান। এমন ঘটনা ঘটেছে ভারতের কলকাতায়।
সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, হাওড়া-জয়নগর আপ ট্রেনটি মঙ্গলবার সন্ধ্যায় রামপুরহাট স্টেশন এলাকার কাছাকাছি গিয়ে থেমে যায়।
পূর্ব রেলের জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্রের বরাত দিয়ে সংবাদ প্রতিদিন জানায়, ট্রেনটি গন্তব্যে পৌঁছাতে অনেক বিলম্ব করেছে। চালকের কারণেই এমনটা হয়েছে। পরে নতুন চালক এসে ট্রেনটিকে হাওড়ায় নিয়ে যায়। যাত্রীরা সবাই সুরক্ষিত আছেন।
ট্রেনের যাত্রীরা জানান, হাওড়া-জয়নগর আপ ট্রেনটি মঙ্গলবার সন্ধ্যায় রামপুরহাট স্টেশনের আগে মার্শাল ইয়ার্ডে ঝাঁকুনি দিয়ে আচমকা দাঁড়িয়ে যায়। এমন ঘটনায় ভয় পেয়ে যান যাত্রীরা। অনেকে রামপুরহাট স্টেশন ম্যানেজার কৃষ্ণকুমারকে বিষয়টি জানান।
অনেকে ট্রেন থেকে নেমে গিয়ে দেখেন, চালক অসংলগ্ন কথাবার্তা বলছেন। চালক মদ্যপ অবস্থায় ছিলেন। এসময় যাত্রীরা নতুন চালক না এলে ট্রেনে উঠতে অস্বীকার করলে প্রায় ৪০ মিনিট পর নতুন চালক এসে ট্রেনটিকে গন্তব্যে নিয়ে যান।
রেলের জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্র জানান, ট্রেনটি কিছুটা বিলম্ব করেছে। এ নিয়ে তদন্ত করা হবে। এছাড়া অভিযুক্ত চালককে রামপুরহাট স্টেশনে নামিয়ে স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :