নোবেল ফাউন্ডেশন এ বছর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রুশ রাষ্ট্রদূতের আমন্ত্রণ বাতিল করেছে। একইসঙ্গে বেলারুশ ও ইরানের রাষ্ট্রদূতের আমন্ত্রণও বাতিল করেছে তারা। শনিবার (২ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।
এএফপির প্রতিবেদন বলছে, শনিবার নোবেল ফাউন্ডেশন বলেছে, ক্ষোভ ছড়িয়ে পড়ায় তারা স্টকহোমে অনুষ্ঠিতব্য নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রুশ ও বেলারুশ রাষ্ট্রদূতের নিমন্ত্রণ বাতিল করেছে।
ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে, ‘আমরা গত বছর অংশ নেওয়া রাশিয়া, বেলারুশ ও ইরানের রাষ্ট্রদূত বাদে নিয়মিত উপস্থিতিকে আমন্ত্রণ জানাচ্ছি।
একুশে সংবাদ/ঢ.প.প/জাহা
আপনার মতামত লিখুন :