AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রাজিলে বৃষ্টি-ধস ও বন্যায় ২১ জন নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:৪৭ পিএম, ৬ সেপ্টেম্বর, ২০২৩
ব্রাজিলে বৃষ্টি-ধস ও বন্যায় ২১ জন নিহত

প্রবল বৃষ্টির পর ধস ও বন্যায় এখন পর্যন্ত ২১ জন মারা গেছেন। এছাড়াও বাড়ি ছাড়তে হয়েছে প্রায় ছয় হাজার মানুষকে। খবর ডয়েচে ভেলের।

 

দেশটির সরকারি মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ ব্রাজিল ভয়াবহ বন্যায় অন্তত ২১ জন মারা গেছেন। রিও গ্র্যান্ডে ডো সুলেতে ২৪ ঘণ্টারও কম সময়ে ১২ ইঞ্চির বেশি বৃষ্টি পড়েছে।

 

তিনি জানান, পানি কিছুটা কমার পর সেখানে ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সবমিলিয়ে বন্যা ও ধসে ২১ জন মারা গেছেন। কয়েকশ মানুষের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না।

 

গেল সোমবার থেকে প্রবল বৃষ্টি শুরু হলে ছয় হাজারের বেশি মানুষ ঘড় ছাড়তে বাধ্য হন। কারণ, বৃষ্টির পরেই শুরু হয় বন্যা ও ধস।

 

লুয়ানা দা লুজ শহরের এক বাসিন্দা বলেছেন, ‘সকাল থেকে বন্যার পানি বাড়িতে ঢুকে। আমরা উঁচু জায়গায় জিনিসপত্র রাখতে শুরু করলেও কোনো লাভ হয়নি।’

 

নোভা বাসানো শহরের বাসিন্দা রেগিনাটো বলেছেন, তিনি সব হারিয়ে বিপর্যস্ত বোধ করছেন। তার বাড়িতে আর কিছুই অবশিষ্ট নেই।

 

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা জানান, তিনি ও তার সরকার সাধারণ মানুষের পাশে আছে। সরকার তাদের সবরকম সাহায্য করবে।

 

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আবহাওয়া অফিস বলেছে, আরও বৃষ্টি হতে পারে। তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে।

 

একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

Link copied!