AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
মানবিক সহায়তা পাঠালো বাংলাদেশ

লিবিয়ায় ২০ হাজার ছাড়াতে পারে মৃত্যু!


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:০৬ এএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
লিবিয়ায় ২০ হাজার ছাড়াতে পারে মৃত্যু!

ভূমধ্যসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে প্রবল বৃষ্টিপাতে লিবিয়ার দেরনা শহরে আকস্মিক বন্যা দেখা দেয়। গভীর রাতে কয়েক তলা ভবন সমান উঁচু পানির ঢেউ দেরনা শহর ও এর দু’টি রক্ষাবাঁধকে ভাসিয়ে নিয়ে যায়। অন্তত ২০,০০০ মানুষ ভূমধ্যসাগরে ভেসে যায় পানির তোড়ে। যতই সময় যাচ্ছে সাগর থেকে তত বেশি লাশ উপকূলের দিকে ভেসে আসছে। পঁচা লাশের গন্ধে ভারী হয়ে উঠেছে শহরের আকাশ-বাতাস। 

 

এদিকে, রাজধানী ত্রিপোলির ঐক্যমত্যের সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি সাদেদ্দিন আবুল ওয়াকিল জানিয়েছেন দেরনা শহর ও এর আশপাশের এলাকা প্লাবিত করা ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৬,০০০ ছাড়িয়েছে। যদিও দেরনা শহরটি লিবিয়ার পূর্বাঞ্চল নিয়ন্ত্রণকারী লিবিয়ান ন্যাশনাল আর্মি বা এলএনএ সরকারের অধীনে রয়েছে। এছাড়া দেরনার মেয়র আব্দুল মেনাম আল-গাইসি সৌদি আরবের আল-আরাবিয়া টিভিকে বলেছেন, শহরের যতগুলো এলাকা বন্যায় বিধ্বস্ত হয়েছে তার ভিত্তিতে ধারণ করা হচ্ছে, ১৮,০০০ থেকে ২০,০০০ মানুষের মৃত্যু হয়েছে। 

 

এদিকে, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং “সমন্বিত উন্নয়ন” নীতির ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা ও সার্বিক সমন্বয়ে লিবিয়ার বন্যা দুর্গত মানুষের সাহায্যের জন্য বাংলাদেশ সরকারের তরফ থেকে জরুরি মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী লিবিয়ায় বন্যা দুর্গতদের জন্য পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত আটটার সময় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১০০জে পরিবহন বিমান প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ও ওষুধ নিয়ে লিবিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। 

 

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার ক্ষতিগ্রস্ত লিবিয়ার মানুষের সাহায্যের জন্য সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ও ওষুধসহ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টায় লিবিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক বিমানটির লিবিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ উপলক্ষে ব্রিফিং করেন। এসময়ে বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আবদুলমুতালিব এস এম সুলাইমান উপস্থিত ছিলেন। ওই পরিবহন বিমানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেওয়া ত্রাণ সামগ্রী হিসেবে প্রয়োজনীয় শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং জরুরি জীবনরক্ষাকারী ওষুধ প্রেরণ করা হচ্ছে। এছাড়াও সেনাবাহিনী থেকে প্রয়োজনীয় ঔষধ ও অন্যান্য চিকিৎসা সামগ্রী ওই বিমানযোগে লিবিয়াতে পাঠানো হচ্ছে। 

 

এর আগে বৃহস্পতিবার বিকালে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যায় বাংলাদেশের চিকিৎসা ও অন্যান্য সামগ্রীর লোডিং কার্যক্রম পরিদর্শন করেন। 

 

উল্লেখ্য, জাতিসংঘের অভিভাসন বিষয়ক সংস্থা বলেছে, বন্যার ফলে ৩০,০০০ এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। লিবিয়ায় ২০১১ সালে ন্যাটো-সমর্থিত গণ অভ্যুত্থানের জের ধরে তৎকালীন মুয়াম্মার গাদ্দাফি সরকারের পতন ঘটে। এরপর বেশ কয়েক বছর ধরে দেশটির পূর্ব ও পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণকারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলে। বর্তমানে রাজধানী ত্রিপোলি-ভিত্তিক দেশটির পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণকারী সরকারকে আন্তর্জাতিক সমাজ স্বীকৃতি দিলেও পূর্বাঞ্চল নিয়ন্ত্রণকারী এনএলএ সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। 

 

একুশে সংবাদ/এসআর

Link copied!