AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্ত্রীর বিরুদ্ধে তদন্তের বিস্তারিত প্রকাশ করে বিপাকে সুনাক


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:৩৯ পিএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
স্ত্রীর বিরুদ্ধে তদন্তের বিস্তারিত প্রকাশ করে বিপাকে সুনাক

জি-২০ সম্মেলনে যোগ দিতে এসে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়বস্তু নিয়ে যুক্তরাজ্যের সংসদে কঠোর প্রশ্নের মুখে পড়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বিরোধীরা একের পর এক প্রশ্ন ছুড়ে দেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। দেশে ফিরে এমন বিব্রতকর অবস্থার মধ্যেই নতুন ঝামেলায় পড়লেন ঋষি সুনাক। তার স্ত্রী অক্ষতা মূর্তির বিরুদ্ধে পার্লামেন্টের তদন্ত চলাকালে এ–সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করে আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের স্ট্যান্ডার্ডস কমিটি মতামত জানিয়েছে।

 

বিবিসি জানিয়েছে, একটি শিশুযত্ন–বিষয়ক কোম্পানিতে অক্ষতার আর্থিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যথাযথভাবে তথ্য প্রকাশে ঋষি সুনাকের ব্যর্থতা নিয়ে পার্লামেন্টের তদন্ত চলছে। সে তদন্তের বিস্তারিত তথ্য সাংবাদিকদের কাছে প্রকাশ করে দিয়েছে ডাউনিং স্ট্রিট। হাউস অব কমন্সের স্ট্যান্ডার্ডস কমিটি বলেছে, তদন্তের যতটুকু তথ্য প্রকাশ করা হয়েছে, তার চেয়ে বেশি প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট থেকে বলাটা ঠিক হয়নি, তবে তাদের দৃষ্টিতে এটি ছোটখাটো এবং অসাবধানতাবশত আচরণবিধি লঙ্ঘনের ঘটনা।

 

আগস্টে প্রকাশিত এক প্রতিবেদনে পার্লামেন্টারি কমিশনার ফর স্ট্যান্ডার্ডস–এর ড্যানিয়েল গ্রিনবার্গ বলেছেন, সুনাক অসাবধানতাবশত কাজটি করেছেন। আচরণবিধি নিয়ে বিভ্রান্তি থেকে এমনটা হয়েছে। তদন্ত কমিটির অভিমত মেনে নিয়েছেন সুনাক। তিনি ইতিমধ্যে ক্ষমা চেয়েছেন।

তদন্তে দেখা গেছে, ঋষি সুনাক পার্লামেন্ট সদস্যদের জন্য নির্ধারিত আচরণবিধির ১৩ ধারাটি লঙ্ঘন করেছেন। যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্যদের আচরণবিধির ১৩ ধারায় বলা আছে, পার্লামেন্টারি কমিশনার ফর স্ট্যান্ডার্ডসের কোনো তদন্তের বিস্তারিত তথ্য পার্লামেন্ট সদস্যরা প্রকাশ করতে পারবেন না। শুধু আইনি প্রয়োজনে কিংবা কমিশনারের অনুমোদন নিয়ে তা প্রকাশ করা যাবে।

 

তবে তাদের প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টারি কমিশনার ফর স্ট্যান্ডার্ডসের অনুমতি ছাড়া তদন্তাধীন কোনো বিষয় নিয়ে সুনাকের কার্যালয় থেকে বিস্তারিত কথা বলা উচিত হয়নি। কমিশনার পরিষ্কার করে বলেছেন, এতে তদন্তের ওপর প্রভাব পড়বে না। তবে এর মধ্য দিয়ে আচরণবিধির লঙ্ঘন হয়েছে, যা ঠিক হয়নি।

 

ঋষি সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তির সম্পদ ও তার বাইরের কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছিল। অক্ষতা শিশুযত্নসংক্রান্ত কোম্পানিতে বিনিয়োগের চার বছর পর গত এপ্রিলে সে তথ্য সামনে আনেন সুনাক।


একুশে সংবাদ/এসআর

Link copied!