AB Bank
ঢাকা শনিবার, ০৬ জুলাই, ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১২ কোটি টাকায় বিক্রি প্রিন্সেস ডায়ানার ‘ব্ল্যাক শিপ’


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:৫৮ পিএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
১২ কোটি টাকায় বিক্রি প্রিন্সেস ডায়ানার ‘ব্ল্যাক শিপ’

যুক্তরাজ্যের প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত একটি সোয়েটার ‘ব্ল্যাক শিপ’ বা কালো ভেড়া থাকা সোয়েটারটি নিলামে প্রায় ১২ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার ৮২০ টাকায় (৯ লাখ ২০ হাজার পাউন্ড) বিক্রি হয়েছে। নিউইয়র্কের নিলামকারী প্রতিষ্ঠান সুথবি’স প্রিন্সেস ডায়ানার পোশাকটি নিলামে তোলে।

প্রিন্সেস ডায়ানার লাল রঙের এই সোয়েটারে একটি ‘ব্ল্যাক শিপ’-এর পাশাপাশি রয়েছে অসংখ্য সাদা ভেড়াও। তবে ‘ব্ল্যাক শিপ’ থাকায় সোয়েটারটি দৃষ্টি কেড়েছিল ডায়ানা-ভক্তদের।

সুথবি’স গত ৩১ আগস্ট প্রিন্সেস ডায়ানার সোয়েটারটির নিলাম শুরু করে। নিলামের চূড়ান্ত মিনিট পর্যন্ত শীর্ষ দর উঠেছিল ২ কোটি ২১ লাখ ৩৯ হাজার ৩৪০ টাকার (২ লাখ ডলার) নিচে। সুথবি’স এই সোয়েটারের আনুমানিক দাম ধরেছিল, ৫০ হাজার থেকে ৮০ হাজার ডলার। প্রতিষ্ঠানটি নিলামে বিজয়ী সর্বোচ্চ দরদাতার পরিচয় প্রকাশ করেনি।


প্রিন্সেস ডায়ানার সাধারণ পোশাকটি গত মার্চে সংরক্ষিত জায়গা থেকে বের করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে নিলামে বিক্রি হওয়া ডায়ানার যেকোনো জিনিসের চেয়ে এটি বেশি দামে বিক্রি হলো। এর আগে ২০২২ সালে ডায়ানার একটি ফোর্ড এসকর্ট গাড়ি এর কাছাকাছি দামে বিক্রি হয়েছিল। গাড়িটির দর উঠেছিল প্রায় ৯ কোটি টাকা (৬ লাখ ৫০ হাজার পাউন্ড)।

ব্রিটিশ ফ্যাশন ব্র্যান্ড ওয়ার্ম অ্যান্ড ওয়ান্ডারফুল ডায়ানার এই সোয়েটারটি তৈরি করেছিল। নকশা করেছিলেন এই ফ্যাশন ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা সালি মুর ও জোয়ানা অসবর্ন। নিলামে ওঠা সোয়েটারটিকে রাজপরিবারে প্রিন্সেস ডায়ানার অবস্থানের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়।

তবে ফ্যাশন ইতিহাসবিদদের ধারণা, এই পোশাকের মাধ্যমে ডায়ানা কোনো বার্তা দেননি, যেমনটি তিনি তাঁর বিখ্যাত ‘প্রতিশোধের পোশাক’ দিয়ে করেছিলেন। ১৯৮১ সালে তৎকালীন প্রিন্স চার্লসের সঙ্গে বিয়ের এক মাস আগে ডায়ানা ‘ব্ল্যাক শিপ’খচিত সোয়েটারটি পরেছিলেন।

বিয়ের অল্প কিছুদিন পরই সোয়েটারটি নষ্ট হয়ে যায়। এ সময় বার্মিংহাম প্যালেস থেকে ওয়ার্ম অ্যান্ড ওয়ান্ডারফুলকে চিঠি দিয়ে লেখা হয়, সোয়েটারটি নষ্ট হয়ে গেছে। এটি মেরামত বা নতুন একটি দিতে হবে। এরপর ১৯৮৩ সালে ডায়ানা একই সোয়েটার নতুন আরেকটি নিয়ে নেন।


একুশে সংবাদ/স ক  

Link copied!