AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেক্সিকোতে পৃথক দুর্ঘটনায় ১৭জন নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:২১ এএম, ২ অক্টোবর, ২০২৩
মেক্সিকোতে পৃথক দুর্ঘটনায় ১৭জন নিহত

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে পৃথক দুর্ঘটনায় ১৭জন নিহত হয়েছেন।পৃথক দুর্ঘটনায় গির্জার ছাদ ধসে সাতজন ও কার্গো ট্রাক দুর্ঘটনায় ১০ অভিবাসী নিহত হয়েছেন।

 

এ ঘটনায় শিশুসহ অন্তত ৩০ জন ওই উপাসনালয়ে আটকা পড়েছেন।দুর্ঘটনার সময় ওই গির্জায় প্রায় ১০০ জনের মতো মানুষ উপস্থিত ছিলেন।স্থানীয় সময় রোববার (১ অক্টোবর) দেশটির তামাউলিপাস প্রদেশের একটি গির্জায় এই ঘটনা ঘটে। সোমবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।


জানা গেছে, ঘটনার পরপর আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে বেলচা ও পিক্যাক্স (খোদাই করার জন্য ব্যবহৃত হাতলযুক্ত লৌহবস্তু) নিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজে লেগে পড়েন। ধারণা করা হচ্ছে আটকে পড়াদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছেন। সবমিলিয়ে রোববার বিকেলের ওই ঘটনার পর জরুরি পরিষেবাগুলোও খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং উদ্ধার তৎপরতা শুরু করে।


স্থানীয় মিডিয়া জানিয়েছে, সিউদাদ মাদেরোর সান্তা ক্রুজ গির্জার ছাদ ধসে পড়ার পরে ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। উপকূলীয় প্রদেশ তামাউলিপাসের পুলিশ জানিয়েছে, ছাদ ধসের সময় গির্জাটিতে প্রায় ১০০ জন লোক ছিলেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় সেখানে ব্যাপ্টিজম অনুষ্ঠান চলছিল।


আটকে পড়াদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং তাদের উদ্ধারে তৎপরতা চলছে।

 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে গির্জার ভবনটিকে ধ্বংসস্তূপ অবস্থায় এবং আশপাশের লোকদের ধ্বংসস্তূপের চারপাশে ভিড় করে ভেতরে আটকা পড়া মানুষদের জন্য মরিয়া হয়ে অনুসন্ধান চালাতে দেখা যাচ্ছে।

 

এছাড়া ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করতে লোকজন বেলচা ও পিক্যাক্স নামে পরিচিত কুঠার জাতীয় জিনিস নিয়ে সেখানে হাজির হয়েছে বলেও জানা গেছে। রোববার বিকেলের এই ধসের পরে জরুরি পরিষেবার দলগুলোও ঘটনাস্থলে হাজির হয়।

 

কর্তৃপক্ষ অবশ্য ঘটনাস্থলে জড়ো হওয়া মানুষকে নীরব থাকার অনুরোধ জানাচ্ছে, যাতে ভেতরে আটকে পড়াদের কেউ সাহায্যের জন্য ডাকছে কিনা সেটা শোনা সম্ভব হয়।

 

ট্যাম্পিকোর ডায়োসিসের বিশপ হোসে আরমান্দো আলভারেজ ক্যানো সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা লোকদের খুঁজে বের করার’ কাজ চলছে। তিনি বলেন, এটি বেশ ‘কঠিন সময়’। এছাড়া ‘প্রভু আপনাদের সাহায্য করুন’ বলে ভিডিও বার্তা শেষ করেন তিনি।

 

এছাড়া,  মেক্সিকোতে কার্গো ট্রাক দুর্ঘটনায় ১০ অভিবাসী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ১৭ জন।সোমবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস প্রদেশে মহাসড়কে কার্গো ট্রাক উল্টে অন্তত ১০ কিউবান অভিবাসীর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশুও রয়েছেন। এ ছাড়া দুর্ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

 

গুয়াতেমালা সীমান্তের কাছে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই কার্গো ট্রাকে লুকিয়ে ভ্রমণ করছিলেন।মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) এক বিবৃতিতে জানায়, চালক দ্রুত গতিতে ট্রাক চালানোর কারণে একপর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

অভিবাসীরা প্রায়ই মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে যাওয়ার জন্য অনিরাপদ, অবৈধ বা গোপনে কোনো পরিবহনের মধ্যে লুকিয়ে থাকে। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
 

একুশে সংবাদ/স ক

Link copied!