AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জব্দ করা ইরানি গোলাবারুদ গেলো ইউক্রেনে


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:১২ পিএম, ৫ অক্টোবর, ২০২৩
জব্দ করা ইরানি গোলাবারুদ গেলো ইউক্রেনে

ইরানের কাছ থেকে জব্দ করা ১১ লাখেরও বেশি গোলাবারুদ ইউক্রেনে পাঠিয়েছে আমেরিকা। মার্কিন সেনাবাহিনী এমনটি জানিয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার মার্কিন কেন্দ্রীয় সেনাদের নির্দেশে এসব গোলাবারুদ পাঠানো হয়।

গত বছরের শেষ দিকে পারস্য উপসাগরের কাছ থেকে ইরানের এই গোলাবারুদগুলো জব্দ করে আমেরিকা। অভিযোগ ওঠে, ইরান থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর কাছে এই অস্ত্রগুলো পাঠানো হচ্ছিল। পরে মার্কিন বিচার বিভাগ গোলাবারুদগুলোর মালিকানা যুক্তরাষ্ট্র বলে ঘোষণা করে এবং সেগুলো ইউক্রেনকে দেওয়া হবে বলে জানায়। 

সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, চলতি বছরের ২০ জুলাই তাঁরা এই অস্ত্রের মালিকানা পেয়েছে। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে চরম উত্তেজনার মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হলো। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টার প্রতি ইরানের সমর্থন রয়েছে।

এ বিষয়ে গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, এই অস্ত্র হস্তান্তরের আদেশ দিয়ে মার্কিন বিচার বিভাগ একটি কর্তৃত্ববাদী দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পাশাপাশি আরেক কর্তৃত্ববাদী দেশের বিরুদ্ধে ইউক্রেনের জনগণের ন্যায্য লড়াইকে সমর্থন দিয়েছে।’

মেরিক গারল্যান্ড আরও বলেন, ‘আমরা স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসনের লড়াইয়ে ইউক্রেনকে সমর্থন করার জন্য আমাদের প্রতিটি আইনি উপায় ব্যবহার চালিয়ে যাব।’

আমেরিকার দাবি, ২০২২ সালের ৯ ডিসেম্বর একটি জাহাজে অস্ত্র-গোলাবারুদগুলো ইয়েমেনের দিকে নেওয়ার সময় নাম-পরিচয়বিহীন একটি জাহাজকে আটক করে মার্কিন নৌবাহিনী। জাহাজটিতে ১১ লাখ রাউন্ড ৭ দশমিক ৬২ মিলিমিটার গোলা ছিল।

একুশে সংবাদ/এসআর

Shwapno
Link copied!