নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মৃত্যুর খবরটি সঠিক নয় দলে দাবি করেছেন তার কন্যা নন্দনা দেব সেন। তিনি জানান, তার বাবা এখনও জীবিত আছেন। গণমাধ্যমগুলোতে অমর্ত্য সেনের মৃত্যুর ভুয়া খবর প্রচারিত হয়েছে।
অমর্ত্য সেনের কন্যা বলেন, আমি সবাইকে অনুরোধ করছি এ সব গুজব ছড়ানো বন্ধ করুন। বাবা ভালো আছেন, সুস্থ আছেন। আমি সোমবার রাত পর্যন্ত তার সঙ্গেই ছিলাম।
এর আগে, টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী ক্লডিয়া গোলডিন এক টুইটে অমর্ত্য সেনের মৃত্যুর খবর জানিয়েছেন।
উল্লেখ্য, অমর্ত্য সেন মাত্র ২৩ বছর বয়সে যাদবপুর বিশ্ববিদ্যালয় এর অর্থনীতি বিভাগের প্রতিষ্ঠাতা এবং পূর্ণ অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। তিনিই প্রথম ভারতীয় শিক্ষাবিদ যিনি একটি অক্সব্রিজ কলেজের প্রধান হন। এছাড়াও তিনি প্রস্তাবিত নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবেও কাজ করেছেন। তিনি ইকোনমিস্ট ফর পিস অ্যান্ড সিকিউরিটির একজন ট্রাষ্টি। ২০০৬ সালে টাইম ম্যাগাজিন তাকে অনূর্ধ্ব ষাট বছর বয়সী ভারতীয় বীর হিসেবে চিহ্নিত করে। অমর্ত্য সেনের লেখা গ্রন্থাবলি ৩০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে।
একুশে সংবাদ/ব.হ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :