AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজার পরিস্থিতি নিয়ে মুসলিম দেশগুলির সঙ্গে সৌদির জরুরি বৈঠক


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:১৫ পিএম, ১৫ অক্টোবর, ২০২৩
গাজার পরিস্থিতি নিয়ে মুসলিম দেশগুলির সঙ্গে সৌদির জরুরি বৈঠক

ফিলিস্তিনের গাজায় চলমান সামরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছ সৌদি আরব সরকার। মুসলিম দেশগুলির সংগঠনের সঙ্গে তারা একটি জরুরি বৈঠকের ডাক দিয়েছে। অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-র সদস্য দেশগুলির প্রতিনিধিকে ওই বৈঠকে যোগ দেওয়ার অনুরোধ করা হয়েছে। ইসরায়েল এবং ফিলিস্তিনে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা করা হবে।

 

মুসলিম দেশগুলির সংগঠন ওআইসি-তে ৫৭টি সদস্য দেশ রয়েছে। ওআইসি-র সদস্য তালিকায় রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, ইরান, মিশরসহ আরো অনেকে। সেসব দেশের প্রতিনিধি হিসাবে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ডেকে পাঠিয়েছে সৌদি সরকার। বৈঠক হবে আগামী বুধবার সৌদির জেদ্দা শহরে।

 

ওআইসি-র তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গাজা এবং তার পার্শ্ববর্তী এলাকায় চলমান সামরিক পরিস্থিতি ওই অঞ্চলের স্থিতিশীলতাকে ক্ষুন্ন করছে। নাগরিকদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এলাকার নিরাপত্তা ব্যবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠকে মুসলিম দেশগুলির সঙ্গে আলোচনায় বসবে সৌদি আরব। সৌদির এই জরুরি বৈঠকের ডাক আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে আলোড়ন তৈরি করেছে। 

 

গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে আচমকা হামলা চালিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের আক্রমণে বেশ কিছু প্রাণ গিয়েছে। এর পরেই  হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই থেকে পশ্চিম এশিয়ার এই ভূখণ্ডে যুদ্ধ চলছে। অনবরত সাইরেনের শব্দ, মুহুর্মুহু গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র প্রয়োগে বিধ্বস্ত ইসরায়েল এবং গাজা। যুদ্ধে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলির সমর্থন পেয়েছেন তিনি।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

Link copied!