AB Bank
ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আল জাজিরার কার্যক্রম বন্ধ করতে চায় ইসরায়েল


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:০৬ পিএম, ১৫ অক্টোবর, ২০২৩
আল জাজিরার কার্যক্রম বন্ধ করতে চায় ইসরায়েল

ফিলিস্তানের সশস্ত্র গোষ্ঠী হামাসকে সহযোগিতার অভিযোগে আল আজিরার স্থানীয় ব্যুরো কার্যালয় বন্ধের ডাক দিয়েছেন ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী। রোববার ইসরায়েলের বেতার সংবাদমাধ্যম আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর আল আরাবিয়া

রোববার (১৫ অক্টোবর) তিনি বলেন, কাতারের এই নিউজ স্টেশনটি হামাসের সহযোগি হিসেবে কাজ করছে এবং গাজায় ইসরায়েল সেনাবাহিনীর হামলাকে ছড়িয়ে দিচ্ছে।

শালোমা কারহি বলেন, ইতোমধ্যে এই সংবাদমাধ্যমটির ইসরায়েল কার্যালয় বন্ধ করে দেওয়া একটি প্রস্তাব সরকারের কাছে পাঠিয়েছেন তিনি।

বর্তমানে ইসরায়েলের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা প্রস্তাবটি যাচাই করছে। তাদের যাচাই শেষ হলে এটি মন্ত্রিসভায় তোলা হবে বলে জানিয়েছেন শালোমা।

তবে এ বিষয়ে আল জাজিরা পক্ষ থেকে কোনো মন্তব্য করেনি। এমনকি এ বিষয়ে দোহা সরকারও কোনো মন্তব্য করেনি।

শালোমা বলেন, নিজেদের স্বাধীন সংবাদমাধ্যম হিসেবে দাবি করা একটি নিউজ স্টেশন হামাসের মুখপাত্র হিসেবে কাজ করছে, এটা অগ্রহণযোগ্য। শিগগিরই এ ব্যাপারে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারব বলে আশা করছি।

একুশে সংবাদ/এসআর

Link copied!