ইসরায়েল বাহিনীর বোমা হামলায় মোহাম্মদ-আল-নাজ্জার নামের এক ফিলিস্তিনি কর্মকর্তাসহ একই পরিবারের ১৬ জন নিহত হয়েছে। তবে গাজার কোন স্থানে বোমা বর্ষণে তারা মরা গেছেন তা জানা যায়নি। ফিলিস্তিনি মিডিয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (১৬ অক্টোবর) আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে।
মোহাম্মদ-আল-নাজ্জার দখলদার ইসরায়েলি সরকারের সংঘটিত অপরাধের নথিপত্র এবং বিচারের জন্য জাতীয় কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।
গত সপ্তাহের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলের অন্তত ২৮৬ সেনাসহ ১৪০০ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার। এছাড়া বহু মানুষকে বন্দি করে গাজায় নিয়ে গেছে হামাস। অন্যদিকে ইসরায়েলের পাল্টা হামলায় এ পর্যন্ত গাজায় অন্তত আড়াই হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ হাজারেরও বেশি।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :