ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে রাশিয়ার উত্থাপিত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদে রাশিয়ার দেয়া এ প্রস্তাব সমর্থন জানিয়েছিল মাত্র চারটি দেশ। তবে যুক্তরাষ্ট্রসহ চারটি দেশ এ প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়। এছাড়া আরোও ছয়টি দেশ রাশিয়ার পক্ষে ভোট দানে বিরত থাকে।
সোমবার (১৭ অক্টোবর) প্রস্তাবটি প্রত্যাখ্যান করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া ইসরায়েলের হামলা বন্ধে প্রস্তাব উত্থাপন করে এর পক্ষে সমর্থন আশা করেন। পরে এতে অনেক দেশ সাড়া না দেওয়ায় তা প্রত্যাখ্যান হয়ে যায়।
উল্লেখ্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাস হতে হলে ১৫ সদস্যের মধ্যে ৯ সদস্যের ভোটের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন বা রাশিয়াকে ভেটোদানে বিরত থাকতে হয়। তবে মিত্র সবসময়ই ইসরায়েলকে নিরাপত্তা পরিষদের যেকোনো পদক্ষেপ থেকে সুরক্ষা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস। এতে ১৪০০ ইহুদি নিহত হয়। জবাবে ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।। এ হামলা এখনও অব্যাহত রয়েছে। এতে ২ হাজার ৭৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় গাজায় নতুন করে বাস্তুচ্যুত হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ফিলিস্তিনি।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেন, গাজায় ইসরায়েলি হামলা বন্ধের বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নৈতিক দায়িত্ব ছিল। কারণ ইসরায়েলের হামলায় প্রতিদিন অনেকফিলিস্তিনি নিহত হচ্ছে।
একুশে সংবাদ/এম/এসআর
আপনার মতামত লিখুন :