গাজায় দখলদার ইসরায়েলের একের পর এক হামলায় চরম আকার ধারণ করেছে মানবিক সংকট। হাহাকার চলছে খাবার এবং সুপেয় পানির জন্য সেখানে। গাজায় বসবাস করা এক তরুণী জানান, এখানে বসবাস করার মতো কোনো অবস্থা নেই।
এদিকে স্থল অভিযান চালানোর লক্ষ্যে ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থকে উত্তর গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের দক্ষিণে চলে যাওয়ার পরই এ ঘটনা সামনে আসল।
ওই তরুণীর নাম রাহাফ, তিনি তার পরিবারের সঙ্গে খান ইউনুসে বসবাস করেন। তিনি বলেন, পরিস্কার পানির সংকট এত চরমে যে মুখ ধোয়ার মতো পানি নেই। আমরা সবাই নির্যাতিত, আমরা আর এগুলো নিতে পারছি না।
ওই তরুণী বলেন, রাস্তায় মরদেহ এবং রক্ত পড়ে রয়েছে। যখন ইসরায়েল বাহিনী হামলা চালায় তখন তার ছোট ভাই-বোন শব্দ শুনে ভয়ে কেঁপে ওঠে, তাদের ভয় দূর করতে বলতে হচ্ছে এগুলো বিয়ে বাড়ির আওয়াজ। পরে তাদের ভয় দূর হয়।
তিনি বলেন, আমরা আজ কিছু খাবার খেতে পারব, কারণ এখানে কিছু বেকারি খুলেছে, বাবা তিন ঘণ্টা ধরে বেকারির সামনে অপেক্ষা করছেন। এছাড়া এখানে খাবার ও পানি সরবরাহ করা হচ্ছে।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :